২০২৬ সাল শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক “ডুমসডে” বা মহাপ্রলয়ের ভবিষ্যদ্বাণী ভাইরাল হতে শুরু করেছে। মজার মিমে লেখা— “দুনিয়া শেষ, সব খতম, টাটা, বাই বাই!” কিন্তু সেই হাসির আড়ালে আছে ভয়ের, রটনার এবং রহস্যময় ভবিষ্যদ্বাণীর একটি ঝড়।
2
8
বিশেষ করে জনপ্রিয় অরাকল ও মিস্টিকদের নামে ছড়ানো ভবিষ্যদ্বাণীগুলো যেন নতুন করে মহাপ্রলয়ের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। কেউ বলছে ২০২৬-এ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, কেউ বলছে আসবে ভিনগ্রহবাসীর মহাকাশযান, আবার কেউ বলছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবীর বড় অংশ ধ্বংস হবে।
3
8
এই বছরের ডুমসডে-আলোচনার উৎস কোনও গ্রহণযোগ্য বৈজ্ঞানিক রিপোর্ট নয়, বরং বিভিন্ন পুরনো ভবিষ্যদ্বাণী, ভুল ব্যাখ্যা, সোশ্যাল মিডিয়ার রটনা। ইউক্রেন-রাশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা সাউথ চায়না সি—বিভিন্ন রাজনৈতিক উত্তেজনা বাস্তবেই উদ্বেগ বাড়াচ্ছে।
4
8
বিশ্বজুড়ে ডুমসডে-আলোচনার কেন্দ্রে আছেন বুলগেরিয়ান রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। তাঁর অনুসারীরা ২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধ, ভয়াবহ ভূমিকম্প-জ্বলন্ত আগ্নেয়গিরি-বন্যা-হারিকেনসহ বড় প্রাকৃতিক বিপর্যয়, নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলে ভিনগ্রহী মহাকাশযান প্রবেশ, আর্থিক অস্থিরতা, এআই-র আধিপত্য এবং চীনের উত্থানের মতো ঘটনাগুলোর ভবিষ্যদ্বাণী যুক্ত করছেন।
5
8
এর সঙ্গে যুক্ত হয়েছে নস্ত্রাদামুসের অস্পষ্ট শ্লোকের আধুনিক ব্যাখ্যা, পাকিস্তানি আধ্যাত্মিক নেতা রিয়াজ আহমেদ গোহর শাহীর ধূমকেতু-ধ্বংসের ভবিষ্যদ্বাণী। ব্রাজিলের “লিভিং নস্ত্রাদামুস” আথোস সালোমের বিশ্বযুদ্ধ ও সাইবার সংঘাতের কথা—সব মিলিয়ে অদ্ভুত রটনার ঝড় তৈরি হয়েছে।
6
8
তবে বাস্তব সত্য হল—বাবা ভাঙ্গার “অ্যাবসোলিউট ডুমসডে” নাকি ৫০৭৯ সালে! তাঁর ভবিষ্যদ্বাণী লিখিত ছিল না, মুখে মুখে প্রচারিত, পরে মানুষ নিজেদের মতো ব্যাখ্যা করেছে। তাই আজ যা ভাইরাল—তার অনেকটাই দ্বিতীয় হাতের গল্প।
7
8
আসলে ডুমসডে তত্ত্ব ভাইরাল হয় কারণ ভয়, কৌতূহল ও অনিশ্চয়তা খুব দ্রুত ছড়ায়। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমও এমন উত্তেজক কনটেন্টকে বাড়িয়ে তোলে। তার ওপর, যখন বাস্তব পৃথিবীতে যুদ্ধ, জলবায়ু সংকট, এআইর অগ্রগতি—সবই ঘটছে, তখন মহাপ্রলয়ের গল্প আরও বিশ্বাসযোগ্য মনে হয়।
8
8
তবে আপাতত পৃথিবী ঠিকই ঘুরছে—আর আমাদের উচিত ভবিষ্যদ্বাণীর নয়, বাস্তব সমস্যার মুখোমুখি হওয়া। সেখানে বাস্তবতাকে সামনে রেখেই সকলকে এগিয়ে যেতে হবে। তার থেকে বেশি কিছু আমাদের পক্ষে করা সম্ভব নয়।