গায়িকা হিসেবেই বহু দশক ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন জোজো মুখোপাধ্যায়। তাঁর গানের সুরে মেতে ওঠে দর্শকের মন। বিভিন্ন ছবিতে, অ্যালবামে তাঁর গান দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। বর্তমানে জোজোকে জি বাংলার রিয়্যালিটি শো 'সারেগামাপা'-এ বিচারক আসনে দেখা যাচ্ছে। তবে এবার নাকি ধারাবাহিকে আসতে চলেছেন গায়িকা!

 

জি বাংলারই একটি ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে। জানা যাচ্ছে, 'জোয়ার ভাঁটা'য় একটি বিশেষ পর্বে দেখা যেতে চলেছে জোজোকে। তবে অভিনয়ে নয়, গানে গানেই দর্শকের মন জয় করতে আসছেন তিনি। এই ধারাবাহিকের পিঠে,পুলি উৎসব উপলক্ষে যে পর্ব হতে চলেছে তাতেই দেখা যাবে জোজোকে। সেই পর্বের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তাঁর গান। 


'জোয়ার ভাঁটা'য় ঋষি ও উজির উদ্যোগে আয়োজিত হতে চলেছে পিঠে,পুলি উৎসব। এই পর্বে তাদের সঙ্গে সামিল হতে চলেছে জি বাংলার আরও এক ধারাবাহিক 'দাদামণি'র পরিবার। অর্থাৎ 'জোয়ার ভাঁটা' ও 'দাদামণি'র পরিবার একসঙ্গে এই পর্বে মেতে উঠবে। 

তবে চমকের এখানেই শেষ নয়। এদিন নিশাও একটা বড় ধামাকার আয়োজন করে। সে কি আবারও কোনও ষড়যন্ত্র করবে? ভাবতে থাকে উজি। অন্যদিকে, নিশার চালচলনের উপর কড়া নজরদারি চালায় ইন্সপেক্টর জিৎ। এই পিঠে,পুলি উৎসবে কী হতে চলেছে? উত্তর জানতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে। 


দুই বোনের স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ের গল্প বলছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবে এর মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে পর্দার দুই বোন নিশা ও উজি। এই দুই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। 

 


শ্রুতি-আরাত্রিকার অভিনয় বিভিন্ন মেগায় দেখে দর্শক পছন্দ করেছেন। দর্শকের মনে নিজেদের জায়গা গড়ে নিয়েছেন দুই অভিনেত্রী। তবে এই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে যেন একে অপরকে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এমনটাই দাবি নেটিজেনদের। নেটপাড়ায় চোখ রাখলেই দেখা যায় নিশা ও উজির জন্য দর্শকের ভালবাসা রোজ বাড়ছে। সেই ভালবাসার প্রভাব দেখা যাচ্ছে টিআরপি তালিকাতেও। 


গল্পের মোড়ে এখন বদলে গিয়েছে নিশা ও উজির জীবন। ভাগ্যের পরিহাসে নিশার বিয়ের দিনই মারা যায় তাদের বাবা। ব্যবসায়ী ঋষি ব্যানার্জির পরিবারের উপর বাবার মৃত্যুর সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে নিশার। বোন উজিকে সঙ্গে নিয়ে কলকাতায় আসে সে। ঋষি ও তার পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দিনের পর দিন ধরে নানা ছক কষতে থাকে নিশা। বোন উজি ও বন্ধু ভানুকে সঙ্গে নিয়ে ঋষির পরিবারের সঙ্গে জুরে যায় সে। পরিচয় গোপন করে ঋষির সঙ্গে উজির বিয়ে দেয় নিশা। কিন্তু আড়ালে দুই বোন ঋষির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। 

 

বারবার ধরা পড়তে গিয়েও বেঁচে যায় উজি-নিশা। এদিকে, একটু একটু করে ঋষিকে অজান্তেই ভালবেসে ফেলছে উজি। গল্পের মোড়ে কী হতে চলেছে এই ধারাবাহিকে? তা জানার জন্য উত্তেজনায় থাকেন দর্শক।