বিয়ের আগেই বড়সড় বিপদে গোরা। তাকে ফাঁসাতে এবং এলার সঙ্গে বিয়ের রুখে, সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে নায়কের শরীরে ড্রাগস ইনজেক্ট করে দেয় মৈনাক। সঙ্গে এসে জোটে আরও এক বিপদ। সব মিলিয়ে গোরাকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুর মুখে পড়বে এলা! বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে কী ঘটবে?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গোরা মাদকের নেশায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। টলছে। তাকে ধরে দাঁড়িয়ে এলা। অন্যদিকে গোরার মা জানাচ্ছে তার ছেলে কিছুতেই এই কাজ করতে পারে না। এলাও জানায়, সেও একই রকম ভাবছে। এটা গোরার কাজ নয়। যদিও পুলিশের তরফে জানানো হয়, গোরার গাড়ি থেকে একটা আধটা নয়, একাধিক প্যাকেট পাওয়া গিয়েছে মাদকের। ফলে সে যে বড়সড় বিপাকে জড়িয়ে স্পষ্ট।
এমন সময় হবু স্বামীকে বাঁচাতে মাঠে নামে এলা। বাইরে বেরিয়ে আসে। এক কর্মীকে করে জানতে চায় সে গোরার গাড়ির কাছে কী করছিল? কী রাখছিল? প্রশ্নের মুখে পড়ে সেই ছেলেটি সমস্ত কথা অস্বীকার করে। জানায় সে কিছুই করেনি। কিন্তু এদিকে যে এলা নাছোড়। বারবার একই কথা জিজ্ঞেস করতে থাকে। জানতে চায় কে করতে বলেছে এই কাজ। তখনই সেই ব্যক্তি, পরিমল এলা এবং তার বোনকে ধাক্কা মেরে পালায়। এলাও স্কুটি নিয়ে ধাওয়া করে তাকে। আর মুখে মাস্ক বেঁধে, পরিচয় গোপন করে নায়িকার পিছু নেয় আরও একজন। হ্যাঁ, মৈনাক। এটা তো তারই কারসাজি, যাতে গোরার সমস্ত সম্পত্তি হাতানো যায়, আর এলার সঙ্গে বিয়ে ভন্ডুল করা যায়। কারণ নিজে বিবাহিত হয়েও এলাকে পছন্দ হয়েছে তার।
এলা দুরন্ত গতিতে স্কুটি চালিয়ে যখন পরিমলকে প্রায় ধরে ফেলেছে সেই সময় আর কোনও উপায় না দেখে এলার স্কুটিতে ধাক্কা মারে মৈনাক। এবার কী ঘটে সেটার উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।
গল্পে দেখানো হচ্ছে, গোরা প্রেম, বিয়ে এগুলোর ঘোর বিরোধী, তার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল কিছুদিন আগে। আর এলাই সেই আয়োজন করেছিল। আসলে নায়িকা গোরাদের 'হার্ট টু হার্ট' অ্যাপে চাকরি পেয়েছে। আর ম্যাচ মেকিং কোম্পানির মালিক হয়ে গোরা কীভাবে সিঙ্গল থাকে! তাই তার বাড়ির সকলের উপস্থিতিতেই স্বয়ম্বরের আয়োজন করা হয়েছিল। মঞ্চে উপস্থিত ছিল একাধিক সুন্দরী। তারপরই দেখা গিয়েছিল, এলা গোরার স্বয়ম্বরের ঘোষণা করতেই ফরমাল পোশাকে সেখানে এন্ট্রি হয়েছিল নায়কের। বিয়ে বিরোধী পাত্রকে বিয়ে জোর করে বিয়ে দিতে চাইলে যে মাশুল গুনতেই হবে! এলা আর কী করে বাদ যায়? তাকে জব্দ করতে ফন্দি আঁটে নায়ক। এলা গোরার মাথায় শোলার মুকুট পরাতেই সে সোজা মালা নিয়ে এলার গলায় পরিয়ে দিয়েছিল। জানিয়েছিল এলাকেই বিয়ে করতে চায় সে।
প্রসঙ্গত, এই 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে এলার ভূমিকায় দেখা যাচ্ছে শোলাঙ্কি রায়কে। অন্যদিকে গোরার ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। তাঁদের দু'জনকে এর আগে দর্শক 'গাঁটছড়া' ধারাবাহিকে দেখেছেন। সেখান থেকেই জনপ্রিয় হয় 'খড়িদ্ধি' জুটি। সেই গল্পের মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন শোলাঙ্কি, তারপর থেকেই দর্শকদের তরফে দাবি করা হতে থাকে এই জুটি ফেরানোর। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল। গত বছরের শেষ দিকে শুরু হয়েছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের পথচলা। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন শোলাঙ্কি রায়। এখানে মৈনাকের চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক রায়। এই ধারাবাহিকটি রোজ স্টার জলসার পর্দায় দেখা যায়। সম্প্রচারিত হয় রাত সাড়ে নয়টা থেকে।
