নিজস্ব সংবাদদাতা: ১৩ ডিসেম্বর ৪৪-এ পা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বয়স বাড়লেও যে তা বিন্দুমাত্র পরোয়া করেন না তিনি, তা বারবার নিজেই সমাজ মাধ্যমে প্রমাণ করেন স্বস্তিকা। এবার নিজের জন্মদিনে আরও একবার স্পষ্ট করে দিলেন নিজের প্রতি তাঁর ভালবাসা।

 


স্বস্তিকা মুখোপাধ্যায় এদিন তাঁর জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাঁর মুখের বলিরেখা যেমন স্পষ্ট, তেমনি স্পষ্ট পাকা চুল। সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী নজরকাড়া গোলাপি ফ্রেমের চশমা।


নিজের এই একাধিক ছবি পোস্ট করে এদিন স্বস্তিকা লেখেন, "ভালবাসার ৪৪ তম জন্মদিন। যে পাকা চুলকে একসময় ভয় পেতে তাঁরাই এখন রুপোর থেকে বেশি চকচক করছে। তুমি ক্লান্ত চোখ দেখছ? আমি অভিজ্ঞতা দেখছি। তুমি চোখের নিচে কালি দেখছ? আমি অর্জন দেখছি। তুমি বলিরেখা দেখছ, আমি একজন প্রকৃত নারীকে দেখছি। আমি একজন শিল্পী, একজন মা, একজন বন্ধুকে দেখছি।'

 

 

আরও লেখেন, 'তুমি তুমিই থাকবে। বিনয়ী, নম্র, সৎ। সবসময় মনে রাখবে আমি তোমার সঙ্গে আছি, এমনকী যখন তুমি তোমার সঙ্গে থাকো না, সেই সময়ও। মনে রাখবে যখন তুমি নিজেকে ভালবাসতে ভুলে যাও সেই দিনগুলোতেও আমি তোমায় ভালবাসি। তোমায় সবসময় ভালবাসি। শুভ জন্মদিন, সম্মানের সঙ্গে আরও বড় হও।'


আজও অনুরাগীদের নজর কাড়েন স্বস্তিকা। টলিউডে স্পষ্টবাদী হিসাবে পরিচিত তিনি। সাহসী পোশাক হোক কিংবা প্রেম নিয়ে খুল্লাম খুল্লা জবাব হোক, সবেতেই এগিয়ে অভিনেত্রী। নিজের জন্মদিনে নিজেকে এমন অভিনব শুভেচ্ছাবার্তা জানিয়ে আরও একবার অনুরাগীদের মনে জায়গা করলেন স্বস্তিকা।