আজকাল ওয়েবডেস্ক: গ্লেন ম্যাকগ্রাকে ছাপিয়ে গেলেন নাথান লিয়ঁ।
আর সর্বকালের অন্যতম সেরা পেসার চেয়ার তুলে তা ভাঙতে গেলেন।
সেই মুহূর্ত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অ্যাডিলেডে চলছে অ্যাশেজের তৃতীয় টেস্ট।
দ্বিতীয় অ্যাশেজ থেকে বাদ পড়েছিলেন লিয়ঁ। তার পরে তৃতীয় টেস্টে প্রত্যবর্তন ঘটে তাঁর। আর ফিরে এসেই লিয়ঁ কিন্ত ম্যাচে প্রভাব ফেলতে শুরু করে দেন।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের সকালেই লিয়ঁ ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধাক্কা দেন। ওলি পোপ ও বেন ডাকেটকে দ্রুত ফেরান তিনি। ইংল্যান্ডকে প্রবল চাপে ফেলে দেন বর্ষীয়ান এই অফ স্পিনার।
And with that absolute beauty, Nathan Lyon has passed Glenn McGrath for Test wickets! 564 😱#Ashes | #MilestoneMoment | @nrmainsurance pic.twitter.com/wTofukUsYD
— cricket.com.au (@cricketcomau)Tweet by @cricketcomau
ওই দুই উইকেট তুলে নেওয়ার ফলে লিয়ঁ ম্যাকগ্রাকেও পিছনে ফেলে দেন। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী এখন শেন ওয়ার্ন। তাঁর উইকেট সংখ্যা ৭০৮। লিয়ঁর উইকেট সংখ্যা এখন ৫৬৪। ৫৬৩টি উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রা নেমে গেলেন তিন নম্বরে।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৭১ রান। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ২১৩। ক্রিজে রয়েছেন বেন স্টোকস (৪৫) ও জোফ্রা আর্চার (৩০)।
পোপকে ফিরিয়ে লিয়ঁ স্বদেশীয় প্রাক্তন তারকা পেসার ম্যাকগ্রাকে স্পর্শ করেন। পরের বলেই বেন ডাকেটকে বোল্ড করে ম্যাকগ্রাকে ছাপিয়ে যান লিয়ঁ। তাঁর সামনে এখন কেবল শেন ওয়ার্ন।
Glenn McGrath's reaction to Nathan Lyon passing him on the all-time Test wickets list was absolutely hilarious 🤣 #Ashes pic.twitter.com/1jTM06M8me
— cricket.com.au (@cricketcomau)Tweet by @cricketcomau
লিয়ঁ তাঁকে ছাপিয়ে গিয়েছেন, এই দৃশ্য দেখার পরে মজার ছলে ম্যাকগ্রা চেয়ার তুলে তা ভাঙতে যান। খেলোয়াড়জীবনে দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যাকগ্রা। লারা ও শচীনের সঙ্গে তাঁর দ্বৈরথ ছিল দেখার মতো। বুট জোড়া তুলে রাখার পরেও ম্যাকগ্রা একই রকমের প্রতিদ্বন্দ্বী থেকে গেলেন।
