এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র কয়েক সেকেন্ডের একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে বয়ে যাচ্ছে ট্রোলিংয়ের বন্যা। সমাজমাধ্যমে এই বিষয় নিয়ে কথা বললেন স্বস্তিকা দত্ত। নিজেদের ভুল শুধরে চাইলেন ক্ষমা। কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে Knowledge লেখার বদলে লেখা হয়েছে Knowlege, ভুলবশত 'd' অক্ষরটি বাদ পড়ে গেছে। যা স্বাভাবিকভাবেই চোখ এড়ায়নি দর্শকদের। শিক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হওয়া এমন একটি ধারাবাহিকে এমন ভুল হওয়ায় শুরু হয়েছে সমালোচনা। ভুল বানান নিয়ে নানা কটাক্ষ করা হয় এই ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের।

অবশেষে নিজের সমাজমাধ্যমে লাইভে এসে ভুল স্বীকার করে নিলেন স্বস্তিকা দত্ত। স্বস্তিকা বলেছেন, 'এটা সম্পূর্ণ আমার দোষ, সেই ভুল স্বীকার আমরা করে নিচ্ছি। আসলে ২১ মিনিটের এপিসোডের জন্য যে পরিমাণ ব্যস্ততা থাকে তাতে এরকম ভুল হয়ে যায়। তবে ভুলটা ভুলই, এর ক্ষমা হয় না। কিন্তু সকলে আমাদেরকে যতটা অশিক্ষিত ভাবছেন, আমরা ততটাও অশিক্ষিত নয়। তাড়াহুড়োর মধ্যে ব্ল্যাকবোর্ডে বানানটি লিখতে গিয়ে আমি ভুল করে ফেলি, এর জন্য আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, কান ধরেও ক্ষমা চাইছি। কারণ শিক্ষিকা বিদ্যা ব্যানার্জি যেমন তার ছাত্র-ছাত্রীকে ভুল করলে শাস্তি দেন, ঠিক তেমনই আমি ভুল করেছি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই সমালোচনা করুন এবং ভুল ধরুন। আপনাদের সমালোচনা আমি মাথায় করে রাখি, যাতে পরবর্তী সময়ে আর ভুল না হয়। দাদা স্নেহাশিস চক্রবর্তীও নানান ব্যস্ততার মধ্যে থাকেন, তবে আবার বলছি এই ভুলটা আমার।'

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে স্বস্তিকা লিখেছেন, 'আমাদের প্রজেক্টটা সবে সবে নিশ্বাস নেওয়া শুরু করেছে। আমরা প্রত্যেকে ভীষণ ভাবে KNOWLEDGEABLE। আমরা অক্লান্ত পরিশ্রম করছি যাতে আপনাদের প্রত্যেকের ঘরে এবং মনে স্থান পেয়ে যায় প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। তার মাঝে ঘটে গেছে একটা Silly Mistake by Me and My Team। আপনারা তো বুঝতেই পারছেন বাচ্চাটা এখন সবে নিশ্বাস নেয়ওয়া শুরু করেছে, অর্থাৎ প্রজেক্টটা জাস্ট স্টার্ট হয়েছে। অনুরোধ রইল লাইভটা প্লিজ একবার শুনবেন। দাদা এবং ব্লুজ প্রোডাকশন, রূপসা চক্রবর্তী দিদি একটি খুব ডিফিকাল্ট এবং মারাত্মক টপিক উপহার দিচ্ছেন আপনাদের, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। আপনাদের ভালবাসায় প্রথম সপ্তাহের টিআরপি চার্টে আমরা চ্যানেল টপার হয়েছি এবং দ্বিতীয় সপ্তাহেও তাই। শুধু মাত্র কয়েকদিনের মধ্যেই আমরা এই স্থান পেয়েছি আমাদের দর্শক, আপনাদের জন্যই। তাই আমি একটা ভুল করেছি, আমাদের টিম একটা ভুল করেছে। সেই নিয়ে আমরা ট্রোলড হচ্ছি। একদম নতুন শিশু, প্রত্যেক দিনের ১৪ ঘণ্টার শুটিংয়ের মধ্যে অনেক প্রেসার থাকে সবার, প্রযোজক, পরিচালক, সহ প্রযোজক, ক্যামেরা পরিচালক, সহ প্রযোজক.. আর্টিস্টদের সিন মুখস্ত করা, কীভাবে তারা হাসবেন, কাঁদবেন, গাইবেন, নাচবেন... সব কিছুর মধ্যে যাতে নতুনত্ব থাকে, অডিয়েন্স যাতে এন্টারটেইনমেন্টটা সঠিকভাবে খুঁজে পান সেটার চেষ্টা করি। তার মাঝেই গত সপ্তাহের একটা ক্লাসরুমের সিনে KNOWLEDGE বানান ভুল লিখে ফেলেছি আমি। ভীষণ হাই ড্রামা সিন থাকার ফলে আমরা কেউ লক্ষ্য করে উঠতে পারিনি। শুধু D অক্ষর টি ছিল মিসিং। আমি, আমরা ক্ষমা চাইছি আপনাদের কাছে।' 

তিনি এদিন এও লেখেন, 'এটা নিয়ে আমার এবং আমার প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী এবং রূপসা চক্রবর্তীর কাছে প্রচুর মানুষ স্ক্রিনশট পাঠাচ্ছে যে আমাদের এই Silly Mistake-এর জন্যে ট্রোল করা হচ্ছে। একটু ক্ষমা করে দিন প্লিজ। এরম ভুল আমাদের, আমার তরফ থেকে আর হবে না। একজন শিক্ষিকা হয়ে এরকম ভুল আমার থেকে একদমই গ্রহণযোগ্য নয়, আমি জানি। তাও আমি, আমরা ক্ষমা চাইছি। প্রচুর ভালবাসা দেবেন, আর ভুল করব না, প্রমিস। একটাই অনুরোধ আর আমাদের ট্রোল করবেন না। আমরা আপনাদের জন্যেই বাড়ি থেকে এত ঘণ্টা দূরে থেকে সবটা করি। এত সুন্দর সুন্দর, ভাল ভাল, গল্প উপহার দেন, এত বছর ধরে দিয়ে এসেছেন যারা ব্লুজ প্রোডাকশন  তাদের আশীর্বাদ করুন সাথে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'কেও ক্ষমা, আর ট্রোলিং না। ' 

এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই ডায়লগ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোলিং হয়েছে। বিশেষ করে এই দৃশ্যটিতেও দেখা যাচ্ছে এক জায়গায় 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' বলছেন, এই কলেজ থেকেই এরপর কেউ হবেন ডাক্তার, কেউ হবেন ইঞ্জিনিয়ার, কেউ করবেন বড় চাকরি। এই ডায়লগ নিয়েও অনেকে বলতে শুরু করেছেন একই কলেজ থেকে কীভাবে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে পারেন। যদিও প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। বহু বছর বাদে এই ধারাবাহিকের মাধ্যমে আবার ছোট পর্দায় ফেরা স্বস্তিকা দত্তর। তাই শুরুতেই ভুলের ক্ষমা চেয়ে নিলেন সকলে। তবে এরপরও কী বন্ধ হবে সামাজিক মাধ্যমে ট্রোলিং? কারণ সেই অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী স্বয়ং।