নিজস্ব সংবাদদাতা: হইচই-এ বছরজুড়ে আসছে একের পর এক চমক। বলা ভাল সিরিজের চমক।
'ইন্দুবালা ভাতের হোটেল'-এর পর নতুন ওয়েব সিরিজ আনছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তাঁর আসন্ন এই সিরিজের নাম 'বোকাবাক্সতে বন্দী'। সাইকোলজিক্যাল থ্রিলারের আঙ্গিকে এই সিরিজের মুখ্য ভূমিকায় থাকবেন শোলাঙ্কি রায়। শোলাঙ্কির বিপরীতে থাকবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। নীল ভট্টাচার্যকেও দেখা যাবে এই সিরিজে।
এক অভিনেত্রী যাঁর বড় হয়ে ওঠা সিরিয়ালের দুনিয়ার মধ্যেই। ছোট থেকেই অভিনয় তাঁর ধ্যান-জ্ঞান। কিন্তু বাস্তবে? বাস্তব আর অভিনয় জগতের মধ্যে যে সীমারেখা তা নিয়ন্ত্রণ করতে পারেন না ওই অভিনেত্রী। ফলে বিপাকে পড়েন বাস্তব জীবনে। এই নিয়েই এগোয় গল্প। গল্পের নানা মোড় দর্শকদের সিরিজটির প্রতি আকর্ষণ বাড়াবে বলে ভরসা নির্মাতাদের।
ওই অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে শোলাঙ্কিকে। আর তাঁর স্বামীর চরিত্রে থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। যদিও নীলের চরিত্রটি এখনও খোলসা হয়নি।
ধারাবাহিক দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করলেও টলিপাড়ায় বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন শোলাঙ্কি। দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে তাঁর অভিনয়। এর আগে শোনা গিয়েছিল এখন মুম্বাইয়ের বাসিন্দা শোলাঙ্কি। বলিউডেই নিজের জায়গা তৈরি করতে উঠেপড়ে লেগেছেন তিনি। সুযোগ এসেও হাতছাড়া হচ্ছে বারবার। তবে হাল ছাড়েননি তিনি। টলিউডেও কাজ করছেন জোরকদমে। আসন্ন ওয়েব সিরিজ 'বোকাবাক্সতে বন্দী'-তে তাঁকে দেখার জন্য উৎসাহিত অভিনেত্রীর অনুরাগীরা।
