শাহিদের সঙ্গে অক্ষয়?
বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও’ রোমিও’-র টিজার মুক্তির পর থেকেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। শাহিদ কাপুর, ফরিদা জালাল, তৃপ্তি দিমরি ও অবিনাশ তিওয়ারির মতো অভিনেতাদের উপস্থিতিতে ছবির কাস্টিং ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। তবে এই আবহে আরও একটি নাম ঘিরে শুরু হয় জল্পনা, অক্ষয় কুমার।
ছবির আইএমডিবি কাস্ট তালিকায় অক্ষয় কুমারের নাম ‘স্পেশাল অ্যাপিয়ারেন্স’ হিসেবে উঠে আসতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ধরে নেন, ভিশাল ভরদ্বাজের ছবিতে ক্যামিও করতে চলেছেন বলিউডের খিলাড়ি। এমনকী, দিনভর চর্চা চলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে রণদীপ হুডা নাকি ছবিটি ছেড়ে দেওয়ার পর তাঁর জায়গাতেই নাকি অক্ষয়কে নেওয়া হয়েছে প্রতিপক্ষ চরিত্রে। তবে এক সূত্র জানিয়েছে, অক্ষয় কুমার ‘ও’ রোমিও’ ছবির কোনও অংশই নন। তাহলে সত্যিটা ঠিক কী?
রবিনা-কন্যার ছবির ফার্স্ট লুক
রাশা ঠাডানি ও অভয় বর্মার আসন্ন ছবি ‘লাইকি লাইক্যা’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। চোখে পড়ার মতো এই পোস্টার এক ঝলকেই বুঝিয়ে দেয়, এটা শুধু মিষ্টি প্রেমকাহিনি নয়, তার মধ্যে লুকিয়ে আছে অস্থিরতা, রুক্ষ বাস্তব আর তীব্র আবেগের ছাপ।
পোস্টারে দেখা যাচ্ছে ক্ষয়ে যাওয়া স্নিকার্স, রক্তের ছোপের মতো লাল দাগ এবং একটি খসখসে নীল দেওয়ালের উপর গ্রাফিতি স্টাইলে লেখা ছবির নাম। গোটা লুকটাই বেশ 'র’ ও এজি'। প্রথম দেখাতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এটা এমন এক তরুণ প্রেমের গল্প, যেখানে ভালবাসার পাশাপাশি অন্ধকার দিকও কম গুরুত্বপূর্ণ নয়। ছবিটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

পরিচালক সৌরভ গুপ্তর এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন রাশা ও অভয়। এই নতুন জুটিই ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ছবির গল্প নিয়ে নির্মাতারা এখনও মুখে কুলুপ এঁটেছেন, তবে পোস্টারই অনেক কিছু বলে দিচ্ছে, এখানে থাকতে পারে প্রেম, অ্যাকশন আর বেপরোয়া তারুণ্যের মিশেল।
রণবীর-দীপিকার ‘ডাল মাখানি’
নতুন বছর উদ্যাপনের জন্য নিউইয়র্কে পাড়ি দিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ছুটির আনন্দ সঙ্গী করেই তাঁরা সম্প্রতি, ১১ জানুয়ারি, ভারতে ফিরে এসেছেন। নিউইয়র্কে কাটানো সেই বিশেষ সময়ের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কখনও তাঁদের দেখা গিয়েছে অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে, কখনও আবার একান্তে সময় কাটাতে।

এই সফরেরই একটি মুহূর্ত এখন নেটদুনিয়ায় বেশ চর্চায়। নিউইয়র্কের একটি নামী রেস্তরাঁয় ডিনারের পর সেখানকার শেফের সঙ্গে ছবি তুলতে দেখা যায় দীপিকা-রণবীরকে। ছবিটি ইনস্টাগ্রামে ভাগ করে নেন রেস্তরাঁর শেফ ময়াঙ্ক ইস্তওয়াল। ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাকে ‘টুইনিং’ করা তারকা দম্পতি হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। জানা গিয়েছে, তাঁরা ডিনার সারেন নিউইয়র্কের মিশেলিন-তারকাপ্রাপ্ত রেস্তরাঁ মুসাফির-এ।
ছবির সঙ্গে শেফ ময়াঙ্ক লেখেন, “দীপিকা এবং রণবীরকে অতিথি হিসেবে পেয়ে খুব ভাল লেগেছে। ওঁরা অসাধারণ মানুষ!” এখানেই শেষ নয়। এক অনুরাগী কমেন্ট করে জানতে চান, দীপিকা-রণবীর কি তাঁর বিখ্যাত ডাল মাখনি অর্ডার করেছিলেন? উত্তরে শেফ নিজেই জানিয়ে দেন, হ্যাঁ, নিউইয়র্কে বসেই ভারতীয় স্বাদের ডাল মাখনি উপভোগ করেছেন বলিউডের এই জনপ্রিয় জুটি।
