অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ প্রকাশ্যে স্বীকার করলেন, বহুদিন ধরেই বলিউডে কাজ করার ইচ্ছে তাঁর। শুধু ইচ্ছে নয়, বছরের পর বছর ধরে ভারতীয় ছবির দুনিয়ার একাধিক প্রথম সারির তারকার সঙ্গে কাজ নিয়েও আলোচনা হয়েছিল তাঁর। তবে শেষমেশ সেই সব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এমনটাই জানালেন এই অস্কারজয়ী অভিনেতা।

দুবাইয়ে নিজের ন্যাশনাল জিওগ্রাফিক সিরিজ 'পোল টু পোল উইথ উইল স্মিথ'-এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন উইল স্মিথ। সেখানেই রেড কার্পেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভারতীয় সিনেমার প্রতি তাঁর দীর্ঘদিনের ভালবাসা ও বলিউডে কাজ করার আকাঙ্ক্ষার কথা খোলাখুলি জানান।

 

 

 

উইলের কথায়, অতীতে তিনি বলিউডের দুই তারকা সলমন খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন। হাসি মুখে স্মিথ বলেন, “আমি সলমনের সঙ্গে কথা বলছিলাম। কিছু বিষয় নিয়ে আলোচনা চলছিল। অমিতাভ বচ্চনের সঙ্গেও কিছু একটা করার চেষ্টা করছিলাম। উনি আমাকে বলেছিলেন, আমি ‘বিগ বি’ হলে তুমি ‘বিগ ডব্লিউ’ হতে পারো'...সেই থেকেই আমাদের মধ্যে দারুণ একটা সম্পর্ক হয়েছিল।” তবে তিনি স্বীকার করেন, “বছরের পর বছর ধরে কয়েকটা প্রস্তাব এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনওটাই বাস্তব রূপ পায়নি।”

 

তবে এত কিছুর পরেও ভারতীয় সিনেমার প্রতি তাঁর আগ্রহ যে একটুও কমেনি, তা স্পষ্ট করে দিয়েছেন উইল স্মিথ। বিশেষভাবে তিনি নাম করেছেন বলিউডের আন্তর্জাতিক মুখ শাহরুখ খানের। প্রকাশ্যেই 'কিং খান'কে উদ্দেশ্য করে মজার ছলে উইল বলেন, “আমি চাই শাহরুখ আমাকে কোনও একটা ছবিতে কাস্ট করুক। অ্যাই শাহরুখ, শুনছ তো?” চিরচেনা রসিক ভঙ্গিতেই মন্তব্য করেন হলিউড তারকা।

 

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত তাঁর বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার 'কিং' ছবির কাজে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। ছবিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন এবং সুহানা খানকে। কিং খানের কেরিয়ারে এই ছবিটিকে একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্ট বলেই মনে করা হচ্ছে।

 

সব মিলিয়ে, উইল স্মিথের এই মন্তব্য ফের একবার আলোচনায় নিয়ে এসেছে হলিউড-বলিউডের সম্ভাব্য মেলবন্ধন। প্রশ্ন একটাই, শাহরুখ কি সত্যিই উইল স্মিথকে বলিউডে স্বাগত জানাবেন? সময়ই দেবে তার উত্তর।