সংবাদসংস্থা মুম্বই : বড় ভাই বলিউডের চিরকালীন ‘ভাইজান’। অনেকেই ধরে নিয়েছেন চিরকুমারের খাতাতেই নাম লিখিয়েছেন সলমন খান। ছোট দুই ভাই আরবাজ খান এবং সোহেল খানও কিন্তু প্রেমের খাতায় নম্বর কমই পেয়ে এসেছেন বরাবর। পরপর সম্পর্ক ভেঙেছে। দু’জনেরই ঝুলিতে একটি করে ভাঙা বিয়ে। আরবাজ-পুত্র আরহান খানের নতুন ওয়েব শো-তে এবার তাই নিয়েই মুখ খুললেন দুই ভাই।
সম্পর্ক নিয়ে কী বলেছেন খান ভাইয়েরা?
সোহেলের মতে, প্রতিটা সম্পর্কেরই নির্দিষ্ট মেয়াদ বা এক্সপায়ারি ডেট থাকে। তার পরে তা ভেঙে যায়। সম্পর্কে উৎসাহ-উদ্দীপনা হারিয়ে গেলে তা থেকে বেরিয়ে পড়াই ভাল বলে মনে করেন তিনি। “যতক্ষণ দুটো মানুষ একসঙ্গে আনন্দে আছে, সম্পর্ক ততদিনই চলা উচিত। আগ্রহ হারালে তাকে টেনে তেতো করার কোনও মানে নেই,” বলছেন সোহেল।
মালাইকা অরোরার প্রাক্তন স্বামী আরবাজ ফের বিয়ে করেছেন সদ্য। তাই সম্পর্ক নিয়ে ততটা নেতিবাচক শোনায়নি তাঁকে। অভিনেতার মতে, সম্পর্ক দাঁড়িয়ে থাকে প্রতিশ্রুতির উপরে। এবং তা হতে হবে দুটো মানুষকে ঘিরে, দু’জনের চাওয়াপাওয়াকে ঘিরে। তাঁর কথায়, “শুধু এক জনকে ঘিরে একটা সম্পর্ক টিকে থাকতে পারে না। শুধু নেওয়া বা পাওয়া নয়, যখন তুমি দিতে পারবে, তখনই তুমি একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবে। সেটাই সম্পর্কে যাওয়ার আদর্শ সময়।“