সংবাদ সংস্থা মুম্বই: ‘পরম সুন্দরী’র শুটিং প্রায় গুছিয়েই এনেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেতার আগামী দু’বছরের ছবির লাইন-আপ দেখে বলিপাড়ার অনেকেই বেশ নড়েচড়ে বসছেন। একতা কাপুর আর টিভিএফ-এর সঙ্গে ‘ভান’ নামক তাঁর একটি নতুন ছবি শুরু হচ্ছে আর মাসখানেকের মধ্যেই। আর ঠিক তখনই জানা গেল, সিদ্ধার্থ সইসাবুদ করে একেবারে পাকা করে ফেলেছেন প্রযোজক মহাবীর জৈনের পরের মেগা-কমেডিতে! ছবির পরিচালক? রাজ শাণ্ডিল্য। এর আগে আয়ুষ্মান খুরানাকে নিয়ে 'ড্রিম গার্ল' এবং 'ড্রিম গার্ল ২' ছবিটি পরিচালনা করেছিলেন রাজ।
এই বড় বাজেটের ফুল অন কমেডি ছবি শুরু হবে ২০২৫-এর সেপ্টেম্বরে। এখনও নাম ঠিক হয়নি, তবে গল্পটা এমন, যেটা থেকে একেবারে ‘আউট অফ দ্য বক্স’ ছবির ফ্র্যাঞ্চাইজির জন্ম হতে পারে—জানাচ্ছে সূত্র। মজার ব্যাপার হল, এই ছবিতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন 'ফুকরে'-খ্যাত পরিচালক মৃঘদীপ সিং লাম্বাও। শুধু প্রযোজনাতেই নয়, চিত্রনাট্য লেখার ক্ষেত্রেও তিনি সাহায্য করেছেন। সূত্রের দাবি, একদিকে এই কমেডি ছবি, অন্যদিকে মহাবীর জৈনের প্রোডাকশনে আসছে আরও একটা ক্রিয়েচার কমেডি—২০২৫-এ বক্স অফিসে হইচই ফাটাতে চাইছেন তিনি! দু’টো ছবির চিত্রনাট্য তথাকথিত বলিউড ধারার ছবির থেকে আলাদা অথচ মশলাদার।
সিদ্ধার্থ এইমুহূর্তে দারুণ ব্যস্ত। ‘রেস ৪’-এ আসছেন সইফ আলি খানের সঙ্গে, ওদিকে করণ জোহরের প্রযোজনায় পরিচালক সারন শর্মার পরের ছবিতেও দেখা যাবে তাঁকে। দুটো ছবিরই শিডিউল আপাতত চূড়ান্ত করা হচ্ছে। অন্যদিকে, মহাবীর জৈন তো করণ জোহরের সঙ্গেও জুটি বেঁধেছেন ‘নাগজিলা’-তে, যেখানে মুখ্য ভূমিকায় কার্তিক আরিয়ান। সেই ছবির শুটিংও শুরু হবে সেপ্টেম্বরে, মৃঘদীপ সিং লাম্বার পরিচালনায়।
আর এখন? সবার চোখ রাজ শাণ্ডিল্যর নতুন কমেডিতে। সেপ্টেম্বরে শুটিং ফ্লোরে, ২০২৫-এ স্ক্রিনে—‘কমেডি নায়ক’ হয়ে আসছেন সিদ্ধার্থ।
