সংবাদসংস্থা মুম্বই: জল্পনার অবসান। নতুন বছরে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির ঘরে আসছে খুদে সদস্য। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, "আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।"

 

পোস্টটি ছড়িয়ে পড়তেই তাঁদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দু'বছরের মাথায় সুখবর দিলেন জুটিতে। তবে বহুদিন থেকেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছর বড়দিনের তা আরও জোরালো হয়। 

 

কারণ, বলিউডে তারকা জুটির সুখবর মানেই সাদা-কালো পলকা ডট পোশাক। অনুষ্কা শর্মা থেকে নাতাশা স্তানকোভিচ সন্তান আসার সুখবর ভাগ করে নিতে এই পোশাক বেছে নিয়েছিলেন। একই পোশাকে বড়দিনে নজর কেড়েছিলেন সিদ্ধার্থ ঘরনি কিয়ারা। 

 

বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি আদুরে ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিতে দেখা গিয়েছিল কিয়ারাকে। সেখানেই সাদা-কালো পলকা ডটের পোশাকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। কিয়ারার ওই পোস্টের মন্তব্যে নেটিজেনদের অনুমান ছিল, নতুন বছর শুরুর আগেই বোধহয় পরিবারে নতুন অতিথি আসার খবর এইভাবেই জানান দিলেন তারকা জুটি। যদিও তখন এই বিষয়ে মুখ না খুললেও এবার বিয়ের মাসেই পরিবারে নতুন সদস্য আসার খবর ভাগ করলেন সিদ্ধার্থ-কিয়ারা।