সংবাদ সংস্থা মুম্বই: ২০২৫-এর শুরুটা মোটেই ভাল যায়নি বলিউডের। বড় বাজেট, বড় তারকা—সবকিছু থাকা সত্ত্বেও একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। এমনকি ঈদে মুক্তি পাওয়া সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দর’ও দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন নামী পরিচালক সুজিত সরকার। একহাত নিলেন বলিউডকে! কড়া ভাষায় জানালেন, হিন্দি সিনেমার এত বড় ধসের কারণ আসলে লুকিয়ে আছে গল্প বলার পদ্ধতিতে এবং তারকাদের বাড়বাড়ন্ত পারিশ্রমিকে।
সাক্ষাৎকারে 'পিকু' ছবিখ্যাত এই পরিচালক সুজিত বলেন, “আমার মতে, এর দুটো বড় কারণ রয়েছে। প্রথমত, পরিচালক এবং প্রযোজকেরা এখন আর ঝুঁকি নিতে চাইছেন না। গল্প বলার ক্ষেত্রে বারবার পুরোনো গল্প ঘোরালে হবে না। একটা জায়গায় গিয়ে ঝুঁকি নিতেই হবে। নতুন, প্রাসঙ্গিক আর অন্যরকম বিষয় আনতেই হবে—সেটা যে কোনও ঘরানার হোক না কেন।”
সুজিত সরাসরি না বললেও এটা বুঝিয়ে দেন, আজকের দিনে কিছু জনপ্রিয় অভিনেতার পারিশ্রমিক এতটাই বেশি যে তার ভারে নুয়ে পড়ছে পুরো প্রজেক্ট। তিনি বলেন, “আমি কোনও তারকার পারিশ্রমিক নিয়ে বেশি কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা নিশ্চিত—জনপ্রিয় অভিনেতারা যদি তাঁদের পারিশ্রমিক না কমান, তাহলে ভবিষ্যতে অনেক পরিচালকই আর তাঁদের নিয়ে কাজ করতে চাইবেন না।”
নিজের প্রযোজনা সংস্থা রাইসিং সান ফিল্মস-এর কাজের ধরন ব্যাখ্যা করে সুজিত বলেন, “আমরা বরাবরই খরচের উপর কড়া নিয়ন্ত্রণ রেখেছি। যে সব অভিনেতার সঙ্গে আমরা কাজ করি, তাঁরা জানেন এটা সুজিত সরকারের ফিল্ম—এখানে বাজেটের একটা সীমা আছে। সেই কারণেই আমাদের অভিযোগ-ও কম। আমরা হিসেব করে কাজ করি।”
এই খারাপ সময়ে একমাত্র ব্যতিক্রম?— ভিকি কৌশলের ‘ছাবা’! এই বছরের এখনও পর্যন্ত একমাত্র বড় হিট ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। বলিউডের ঘুরে দাঁড়ানোর রাস্তায় সেটাই এখন একমাত্র আশার আলো।
