নিজস্ব সংবাদদাতা: চলতি বছরে নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষ। তাঁর রচিত অন্যতম বিখ্যাত ও আলোচিত নাটক ‘পাগলা ঘোড়া’কে বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক শেখর দাশ। মুখ্যচরিত্রে দেখা যাবে রজতাভ দত্ত, গার্গী রায়চৌধুরী, সুজন মুখোপাধ্যায়, চন্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায় সৃজিতা সাহা-কে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্বভূমি এন্টারটেইনমেন্ট।   বাদল সরকারের এই বিখ্যাত নাটক এবার প্রথমবারের মতো সিনেমার রূপ পেতে চলেছে।

 

পুরুষতান্ত্রিক সমাজের অন্তঃসার, ভিতরের ক্ষরণ আর রুদ্ধ আবেগগুলো নিয়েই তৈরি হয়েছে ‘পাগলা ঘোড়া’। একসময় মঞ্চে এই নাটক দর্শককে নাড়িয়ে দিয়েছিল, এবার সেই শক্তিগর্ভ টেক্সটকে নিয়ে ক্যামেরার পেছনে শেখর। ছবিতে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, দীর্ঘয়ী পাল সহ এক ঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী।

 

অনেক দিন পর পরিচালনায় ফিরলেও শেখর দাশ একেবারেই আড়ালে ছিলেন না। তাঁর কথায়, “আমি তো কোথাও যাইনি, ছবির মধ্যেই আছি। ছোটবেলা থেকে বাদল সরকারের নাটক দেখে বড় হয়েছি। এবার তাঁর লেখা নিয়ে বড় পর্দায় কাজ করতে পারছি, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! তবে নাটক আর সিনেমার ভাষা এক নয়, কিছু বদল আনতেই হয়। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

 


অভিনেত্রী গার্গী রায়চৌধুরী জানালেন, “শেখরদার সঙ্গে কাজ করা, তাও আবার বাদল সরকারের নাটকে—এক কথায় উপরি পাওনা! দ্বিতীয়বার ভাবার সময়ই দিইনি নিজেকে। আর মজা করে বলতে পারি—পাগলা ঘোড়া খেপেছে, এখন কী হয় সেটা বড় পর্দায় দেখতে পাবেন!”

 


রজতাভ দত্তর মতে, “বাদল সরকারের নাটকে কাজ করার সুযোগ পাওয়া মানেই সম্মান। নাট্যজগতের মানুষ মাত্রেই এই নামটা শ্রদ্ধায় উচ্চারণ করে। বড় পর্দায় ওঁর নাটকে কাজ করব ভাবতেই শিহরণ হচ্ছে।” নবাগতা দীর্ঘয়ী পালের এটি বড় পর্দায় প্রথম কাজ। তাই স্বাভাবিক ভাবেই বেশ উত্তেজিত তিনি। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ওয়ার্কশপ, যার অভিজ্ঞতা তাঁর কাছে দারুণ। অন্যদিকে ঋতব্রত মুখোপাধ্যায় বলছেন, “একটি আলাদা কাজের জন্যই আমি কিছুদিন বাদল সরকারকে নিয়ে গবেষণা করছিলাম। সেই সময়েই ‘পাগলা ঘোড়া’র মতো একটি চরিত্র পাওয়া সত্যিই সৌভাগ্যের।” 


বৃহস্পতিবার থেকেই শুরু হল  ছবির শুটিং। বাদল সরকারের নাটকের ভাষা আর তীব্র সমাজপ্রশ্নকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই নতুন ছবি। বড় পর্দায় আবার ফিরছে সেই রাগ, ক্ষোভ, প্রতিবাদ আর এক অনন্য নাট্যচেতনা। দর্শক এখন শুধু দিন গুনছে—কবে ছুটবে পাগলা ঘোড়া সিনেমার পর্দায়...

ততদিন অপেক্ষা, কারণ এই ঘোড়া কিন্তু সহজে দমবার নয়!