বলিউডের ‘বাদশা’ ফিরছেন তাঁর রাজসিংহাসনে আর সেটাও পর্দা কাঁপিয়ে। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ এখন থেকেই দর্শকমহলে উত্তেজনার পারদ চড়ানোর পাশাপাশি তুলেছে আগ্রহের তুফান। গত ২ নভেম্বর, নিজের ৬০তম জন্মদিনে ছবির টাইটেল উন্মোচন ও ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ফ্যান মহলে। এই ছবির মাধ্যমে শুধু শাহরুখের দাপুটে কামব্যাকই নয়, বড়পর্দায় প্রথমবার পা রাখছেন তাঁর মেয়ে সুহানা খান আর সেটাই যেন এই সিনেমার বাড়তি রোমাঞ্চ।
জোর খবর, ‘কিং’-এর গল্প এগোবে দুই ভিন্ন সময়রেখায়। আর দুই সময়ের জন্য থাকবে দুই ভয়ংকর খলনায়ক! শাহরুখ অভিনয় করবেন একই চরিত্রের দুই বয়সে- তরুণ ও প্রবীণ সংস্করণে। তরুণ শাহরুখের প্রতিপক্ষ হবেন রাঘব জুয়্যাল, যিনি ছবির অন্যতম প্রধান খলনায়ক। এরপর গল্প ঘুরবে সময়ের চক্রে। প্রবীণ শাহরুখের মুখোমুখি এবার অভিষেক বচ্চন, ছবির দ্বিতীয় মূল খলনায়ক হিসেবে। ছবির এই দু’টি টাইমলাইন-ই নাকি ‘কিং’-এর সবচেয়ে বড় টুইস্ট।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার ছবির নির্দেশকের আসনে বসেছেন এর আগে। এই ছবির প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। জানা গিয়েছে, এই ছবি হবে হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার কিন্তু কেবল গুলি-বোমার লড়াই নয়, বরং শাহরুখের ক্লাসিক ধাঁচের আবেগ, সম্পর্ক আর আত্মযুদ্ধের গল্পও ফুটে উঠবে এখানে। সিদ্ধার্থের স্টাইলিশ পরিচালনা ও শাহরুখের রাজকীয় উপস্থিতি- এই দুইয়ে মিলে ছবিটি তৈরি করছে রোমাঞ্চ, রক্তচাপ আর আবেগের এক দুর্দান্ত মিশ্রণ।
জয়দীপ আহলাওয়াত, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ার্সি-র মতো আরও তারকারা রয়েছেন এই ছবিতে । বিশেষ করে বাবা-মেয়ের অনস্ক্রিন রসায়ন নিয়েই এখন বলিউডজুড়ে চর্চা। সুহানার চরিত্রকে বর্ণনা করা হয়েছে ‘স্টাইলিশ কিন্তু জটিল’ বলে। ‘দ্য আর্চিস’-এর পর এটি তাঁর কেরিয়ারে বড় ঝাঁপ বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অন্দরের লোকজন।
প্রসঙ্গত, ‘কিং’-এর প্রথম ঝলকেই যেন নতুন অবতারে রাজত্ব ঘোষণা করেছেন শাহরুখ। রূপে-রঙ্গে তিনি ঝলমল করছেন ‘সিলভার ফক্স’ লুকে! ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপোলি প্রলেপের ছোঁয়া, চোখে স্টাইলিশ রোদচশমা আর নিজের সেই অননুকরণীয় ছন্দে হাঁটাচলা। এক ঝলকেই বোঝা যায়, এই শাহরুখ আর সেই রোমান্টিক রাহুল নয়, বরং রাগ, অ্যাকশন আর ঠান্ডা মাথার খুনের মেজাজের এক রাজা, যিনি বলেন, “কত খুন করেছি আজ আর মনেও পড়ে না ঠিক করে … যাদের মেরেছি তারা ভাল ছিল না মন্দ, সেসবও জানি না…শুধু শেষমুহূর্তে দেখেছিলাম তাদের চোখে আমার জন্য বিরাট ভয়, আতঙ্ক। হাজার খুন, ১০০-র বেশি দেশে আমার বদনাম … কিন্তু সবাই মিলে দিয়েছে আমার একটাই নাম ভয় নয়, আমি মূর্তিমান আতঙ্ক... শো শুরু হবে এবার। ”
পরিচালক সিদ্ধার্থ আনন্দ ইনস্টাগ্রামে লিখেছেন,“১০০-র উপর দেশে তাঁর বদনাম, আর গোটা দুনিয়া তাঁকে দিয়েছে একটাই নাম #কিং। শো শুরু হবে এবার! ২০২৬-এর ক্রিসমাসে আসছে সে।”
সব মিলিয়ে, ‘কিং’ শুধু আরেকটা অ্যাকশন ব্লকবাস্টার নয়, এটি এক আবেগঘন মহাযাত্রা, যেখানে রক্তে গতি আর গল্পে গভীরতা দুই-ই আছে। শাহরুখের জীবনের মতোই এই ছবিটিও কথা বলবে উত্তরাধিকার, এক লড়াই আর পরিবারের গুরুত্বের কথা। শাহরুখরসখ্যাপাদের মতে, ২০২৬-এ যখন ‘কিং’ মুক্তি পাবে, সেটি নিছক একটি সিনেমা হবে না, বরং এক উৎসব, এক স্মারক, এক ঘোষণা যে বলিউডের বাদশা এখনও অমর, অনন্য, অনড়।
