বলিউড অভিনেত্রী সারা আলি খান তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন 'কেদারনাথ' ছবির মাধ্যমে। সুশান্ত সিং রাজপুত ছিলেন ছবির নায়ক। রবিবার, ৭ ডিসেম্বর ছবিটির মুক্তির সাত বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ উপলক্ষে সারা একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করে নিজের প্রথম ছবি ও সুশান্তকে স্মরণ করেন।
অভিনেত্রী সামাজিক মাধ্যমে শুটিং সেটের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, 'কেদারনাথের ৭ বছর… যদি ২০১৭-তে ফিরে যাওয়া যেত, কিছু বদলাতে নয়—বরং প্রতিটি মুহূর্ত আবার অনুভব করতে, ভালবাসতে এবং সেই জাদুকরী সময়টাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে। প্রতিদিনই খুব মনে পড়ে। তবে জীবন যা শিখিয়েছে, যা দিয়েছে—তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।'
তিনি আরও লেখেন,'যখনই আমি সেই উপত্যকায় ফিরে যাই, মনে হয় যেন আবার সব কিছু ফিরে পেলাম—ক্যামেরার প্রতি প্রেম, কালো কফির স্বাদ, ট্রেকিং–এর প্রতি টান, পাহাড়ি খাবারের প্রতি ভালবাসা—সবই যেন আবার জীবন্ত হয়ে ওঠে।'
সুশান্তকে স্মরণ করে অভিনেত্রী লিখেছেন, 'ধন্যবাদ সুশান্ত, আমাকে এত কিছু শেখানোর জন্য। সবচেয়ে বড় কথা—কৌতূহলী থাকা এবং অনবরত শিখে যাওয়ার কথা তুমি আমাকে সবসময় মনে করিয়ে দিয়েছ।'
পরিচালক অভিষেক কাপুর এবং ছবির অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানিয়ে সারা লেখেন, 'গট্টু (অভিষেক কাপুর), এই ছবি, এই যাত্রা ও স্মৃতির জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। কণিকা ধন্যবাদ এমন একটি জগৎ তৈরি করার জন্য, যা আমার জীবনের এত পবিত্র অংশ হয়ে থাকবে। ২০১৭—জয় ভোলেনাথ।'
কেদারনাথের পর সারা 'সিম্বা', 'লাভ আজ কাল', 'অতরঙ্গি রে', 'জারা হটকে জারা বচকে', 'স্কাই ফোর্স'-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। সামনে তাঁকে দেখা যাবে 'পতি পত্নি অউর উওহ'-এ।
সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক নিয়ে বলিউড মহলে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা ছিল। 'কেদারনাথ'এর শুটিং চলাকালীন তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা চলেছিল। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি, তবে সেটে এবং প্রচার অনুষ্ঠানে তাঁদের সহজ-স্বাভাবিক বন্ধুত্ব, একে অপরকে বিশেষভাবে সমর্থন করা, এবং শুটিং চলাকালীন সারার সুশান্তের প্রতি নির্ভরশীলতার নানা মুহূর্ত বারবার আলোচনা তৈরি করেছিল। বলিউডের ভিতরকার সূত্রগুলির দাবি ছিল, ছবির সময় দু’জনের মধ্যে একটি বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছিল, যা সময়ের সঙ্গে আরও গভীর হতে পারত, কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় সম্পর্কটি কখনও প্রকাশ্যে রূপ পায়নি। সুশান্তের মৃত্যুর পর সারা একাধিকবার অভিনেতাকে স্মরণ করেছেন এবং তাঁর প্রভাব নিয়ে কথা বলেছেন, যা তাঁদের বন্ধুত্ব ও সম্ভাব্য সম্পর্ককে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দেয়। শোনা যায় তাঁরা একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের গল্পটি রহস্য ও অসমাপ্ততার আবরণেই ঢাকা থেকে গিয়েছে।
