সংবাদসংস্থা মুম্বই: করিনা কাপুর এবং সইফ আলি খান বরাবরই তারকা জুটি হিসেবে নজির গড়েন। তাঁদের প্রেম, খুনসুটি, একে অপরের প্রতি দায়িত্বশীলতা মাঝে মধ্যেই নজর কাড়ে নেটিজেনদের।

 

 

করিনা কাপুর এবং সইফ আলি খান ২০১২ সালে বিয়ে করেন। দুই সন্তান তৈমুর আলি খান ও জাহাঙ্গির আলি খান'কে নিয়ে দিব্যি সংসার করছেন পাতৌদি দম্পতি। 'কুরবান', 'ওমকারা', 'তাসান', 'এজেন্ট বিনোদ'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। শুটিং সেট থেকেই একে অপরের প্রেমে পড়েন এই জুটি। সইফ-করিনার বয়সের ফারাক ১২ বছর হলেও তাঁদের দাম্পত্যে সেই নিয়ে অশান্তির আঁচ নেই।

 


সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সইফ আলি খান বলেন, "করিনাকে প্রথম যখন দেখি তখন একদম ছোট্ট মেয়ে ছিল ও। করিশ্মার শুটিং ফ্লোরের বাইরে বসে ছিল। আমি দেখতে পেয়ে প্রোডাকশনের একজনকে জিজ্ঞেসা করেছিলাম, এই বাচ্চা মেয়েটি কে? জবাবে ওই ব্যক্তি বলেছিলেন, 'করিশ্মার বোন'। অবাক হয়ে যাই করিনাকে দেখে। খুব সুন্দর আর বুদ্ধিদীপ্ত চেহারা ছিল ছোট থেকেই।"

 

 

প্রসঙ্গত, সইফকে বিয়ের প্রসঙ্গে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, "কেরিয়ারের মধ্যগগনে বিয়ের সিদ্ধান্ত নিই সইফকে। সেই সময় আমায় অনেকে বলেছিলেন, এখন যেন বিয়ে না করি। কারণ, বিয়ে করলে নাকি আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। ভাল চরিত্র পাব না আর। কিন্তু আমি তাঁদের বলেছিলাম, কেরিয়ার শেষ হলে হবে। বিয়ে সইফকেই করব। আর সত্যিই বিয়ের পরেও কাজ করেছি। এমনকী মা হওয়ার পরেও। আজ মনে হয় স্রোতের উল্টো দিকে হেঁটে ভুল করিনি।"