নিজস্ব সংবাদদাতা: জুটিতে হবে রহস্যের সমাধান না নিজেরাই জড়িয়ে পড়বেন রহস্যের জালে? মুখ্য চরিত্রে ঋত্বিক- ইন্দ্রনীল। এছাড়াও রয়েছে এই ছবিতে রয়েছেন দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য,রৌনক ভট্টাচার্য। ছবির প্রথম ঝলক প্রকাশ্যের আসার পর থেকে দর্শকের মধ্যে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল এই ছবি ঘিরে।


ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রণ রাজ। ১৯৫০ সালের প্রেক্ষাপটে এগোবে গল্প। সেই সময়ে এক অন্ধ জমিদার ও তাঁর প্রিয় প্রত্নতাত্ত্বিক বন্ধুর গল্প ফুটে উঠবে এই ছবিতে। অন্ধ জমিদারের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ইন্দ্রনীল থাকছেন প্রত্নতাত্বিকের চরিত্রে। তাঁরা কাদের পরিচয় খুঁজবেন? উত্তর মিলবে গল্পে।


পরিচালকের কথায়, "ছবির নামেই পরিষ্কার পরিচয় গোপনের গল্প বলবে এই ছবি। সমাজের প্রতিটি মানুষের মধ্যে কোনও না কোনও পরিচয় গোপন থাকে। কিন্তু সমাজের চাপে কিংবা পরিবারের চাপে হয়তো সেই গোপন পরিচয় প্রকাশ পায় না। সেই গল্পই বলবে এই ছবি।"


তিনি আরও বলেন, "ছবিতে ঋত্বিক চক্রবর্তীর লুকে রয়েছে বেশ চমক। পাশাপাশি অভিনেতা জয় সেনগুপ্তের চরিত্র লুকেও রয়েছে দারুণ বিশেষত্ব ৷ সব মিলিয়ে টিজারের প্রতিটি ঝলকে রয়েছে থ্রিলারের ছোঁয়া।"


ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকায়। এবার ঘোষণা হল ছবি মুক্তির দিন। আগামী ৬ সেপ্টেম্বর পুর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড ও পাণ্ডে মোশন পিকচার্স এর ব্যানারে বড়পর্দায় মুক্তি পাবে 'পরিচয় গুপ্ত'।