আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই ছবিটি সমালোচকমহলের প্রশংসা আদায় করে নেওয়ার পাশাপাশি দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে। বিশেষ করে জনতামহলে আগ্রহ বাড়ছে এই ছবির দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর পার্ট ২’ ঘিরে। কারণ নির্মাতারা আগেই জানিয়ে দিয়েছেন, অপেক্ষা খুব বেশি দীর্ঘ নয়, ১৯ মার্চ ২০২৬-এই মুক্তি পাবে পরের অধ্যায়। আর এই আবহে এবার সেই ছবিতে কী হতে চলেছে, নিজেই সেই ইঙ্গিত দিলেন ধুরন্ধর -এর প্রধান তারকা রণবীর সিং।

 

 

‘ধুরন্ধর’-এ উজাইর বালোচ চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা দানিশ পাণ্ডোর। সম্প্রতি ইনস্টাগ্রামে রণবীর সিংয়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট লেখেন তিনি। ছবির সঙ্গে দেওয়া লেখায় দানিশ স্মরণ করেন প্রথম আলাপের দিনটার কথা। রণবীরের উদ্দেশ্যে তিনি লেখেন, “ছবির স্ক্রিপ্ট সেশনের দিন তুমি ঘরে ঢুকেই যে উষ্ণতা নিয়ে আমাকে জড়িয়ে ধরেছিলে, আর বলেছিলে,‘দানিশ! আমরা এই ছবিতে দাপিয়ে বেড়াব ’,সেই মুহূর্তেই বুঝে গিয়েছিলাম, এই সফরটা আলাদা হতে চলেছে।”

 

দানিশের কথায়, রণবীরের এনার্জি, পাগলামি, নিখুঁত প্রস্তুতি এবং সহ-অভিনেতা হিসেবে উদারতা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই ছবিতে প্রায় সব দৃশ্য একসঙ্গে করার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল একদিকে অবাস্তব, অন্যদিকে ভীষণ অনুপ্রেরণাদায়ক। তিনি লেখেন, রণবীরকে খুব কাছ থেকে একজন ‘নিখাদ কারিগর’ হিসেবে কাজ করতে দেখেছেন - প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ নিয়ে নিরন্তর কাজ, অসাধারণ প্রস্তুতি আর চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা তাঁকে অভিভূত করেছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Danish Pandor (@danishpandor)