সংবাদ সংস্থা মুম্বই: এইমুহূর্তে চর্চায় রয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির 'রামায়ণ'। ছবির কাজ চলছে জোরকদমে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। নীতেশের ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কপূর ও সাই পল্লবী। অন্য দিকে রাবণের চরিত্রে থাকছেন কেজিএফখ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। এবার সেই ছবির আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি জানানো হল মুক্তির তারিখও।

 

 

বুধবার সমাজমাধ্যমে ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র। পোস্টারে দেখা যাচ্ছে মেঘ ফুঁড়ে একটি বাণ উড়ে চলেছে, চারপাশে ছড়িয়ে পড়ছে আগুনের ঝলক! পোস্টার থেকেই জানা গেল, দু'টি ভাগে মুক্তি পাবে 'রামায়ণ'  দু'টি ভাগের  প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি পরের বছর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে স্বভাবতই উৎসাহিত দর্শক। পোস্টার মুক্তির পর রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে উৎসাহ দেখিয়েছেন দর্শক। কারণ কিছুদিন আগেই 'কেজিএফ' ছবি তারকা যশ কবুল করেছেন এই 'রামায়ণ'-এ তাঁকে 'রাবণ'-এর চরিত্রে দেখা যাবে। বলেছিলেন, "এখনও পর্যন্ত আমার কেরিয়ারে সবথেকে চ্যালেঞ্জিং চরিত্র।" উল্লেখ্য, এই ছবিতে লারা দত্তকে কৈকেয়ীর ভূমিকায় দেখা যেতে পারে, মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ডাকে। হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে।

 

 

প্রসঙ্গত, এদিন অর্থাৎ ৬ নভেম্বর দুবছরের জন্মদিনের কেক কাটলেন রণবীর কাপুর-আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর। একরত্তির জন্মদিনেই কি তার বাবা রণবীরকে ‘উপহার’ দিলেন ‘রামায়ণ’ ছবির নির্মাতারা?

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Namit Malhotra (@iamnamitmalhotra)