হৃদরোগে আক্রান্ত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। যাঁর ভাল নাম করিমুল হক। তবে পদ্মশ্রী প্রাপ্ত জলপাইগুড়ির এই বাসিন্দা প্রথম নামেই পরিচিত ও জনপ্রিয় উত্তরবঙ্গে। এদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পেসমেকার বসেছে করিমুল হকের। জানতে পেরেই দ্রুত উপস্থিত হয়েছিলেন অভিনেতা-সাংসদ দেব। আর হবেন না-ই বা কেন? করিমুলের জীবন বড়পর্দায় তুলে ধরতে চলেছেন দেব।
করিমুল হকের সঙ্গে নিজের ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন দেব। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে বসেন করিম, তার পাশে দেব। অভিনেতার এক হাত স্নেহভরে জড়িয়ে রয়ে কিছু বলছেন তিনি। একমনে তা শুনছেন দেব। সেই ছবির সঙ্গে অভিনেতা-সাংসদ লেখেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো করিমদা। তোমার জন্য প্রার্থনা জানাচ্ছি। তুমিই তো আমাদের বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’।” জানা গিয়েছে, এইমুহূর্তে করিমুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

২০২৫ সালে নিজের জন্মদিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর দেব ঘোষণা করেন তাঁর আগামী ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা’র কথা। এরপর ১ জানুয়ারি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির পোস্টার ভাগ করে লেখেন, “রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব। সাক্ষী থাকুন বাইক অ্যাম্বুলেন্স দাদার হিরোইক গল্পের।” একই সঙ্গে জানান এই ছবিটি তাঁর ৫০ তম ছবি হতে চলেছে, যা মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট।
‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিটিতে উঠে আসবে কীভাবে দীর্ঘ বছর ধরে বাইকে করে প্রত্যন্ত গ্রামের বহু মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন করিমুল হক। ছবিটির পরিচালনা করবেন বিনয় মুদগিল। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র শর্ট ফর্ম হিসেবে 'বিএডি' লেখা হচ্ছে নির্মাতাদের তরফে। এই ছবিটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজের তরফে প্রযোজনা করা হবে। প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী, দেব অধিকারী নিবেদনা করবেন ছবিটির। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটিতে দেবের হাত ধরে বড় পর্দায় ডেবিউ করবেন ছোট পর্দার 'জগদ্ধাত্রী' অর্থাৎ অঙ্কিতা মল্লিক।
