বহু বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত।  'ভজ গোবিন্দ', 'তোমার খোলা হাওয়া', ইত্যাদি ধারাবাহিকের পর এবার 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' হয়ে স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী। আগেই ধারাবাহিক কবে থেকে শুরু হবে সেই দিন জানানো হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষের তরফে। এবার স্লট পেল স্বস্তিকার ধারাবাহিক। 

 

 

আগামী ১৭ নভেম্বর থেকে পথ চলা শুরু হবে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র। দেখা যাবে রোজ রাত সাড়ে আটটা নাগাদ। এখানেই প্রশ্ন উঠছে তবে কি মাত্র পাঁচ মাসেই সফর শেষ হচ্ছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র? না। এক সময় একটানা টিআরপি টপার ধারাবাহিকের বদলে গেল সময়। 

 


বিগত কয়েক সপ্তাহ ধরে জি বাংলার 'দাদামণি'র সঙ্গে টিআরপির খেলায় ঠিক সুবিধা করে উঠতে পারছিল না এই ধারাবাহিক। তাই বদলে গেল স্লট। আগামী ১৭ নভেম্বর থেকে এই ধারাবাহিক বিকেল ৫টা থেকে দেখা যাবে। তবে ইন্ডাস্ট্রির অন্দরে চলছে অন্য গুঞ্জন। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি শেষের পথে হাঁটবে ভবানীর গল্প!

 


আসলে খুব তাড়াতাড়ি এগোচ্ছে ধারাবাহিকের গল্প। যে নতুন মোড়ে রামকান্তকে ফেরানোর কথা ছিল, সেই মোড় নাকি ধারাবাহিক থেকে বাদ পড়েছে। অর্থাৎ 'রামকান্ত'র চরিত্রে এখানেই শেষ অভিনেতা সায়ন বসুর যাত্রা। অন্যদিকে, শোনা যাচ্ছে ব্লুজের আসন্ন মেগার জন্যই নাকি এই দশা রাজনন্দিনীর ধারাবাহিকের!

 

 

অন্যদিকে, ব্লুজের নতুন মেগা 'বেশ করেছি প্রেম করেছি'র। মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী ইন্দ্রানী দত্ত। ওই ধারাবাহিক সম্প্রচারিত হবে জি বাংলায়। অর্থাৎ এখানে মা ও মেয়ের টক্কর হতে পারে। একদিকে , মা ইন্দ্রানীর ধারাবাহিক শুরু হতেই অন‌্য চ্যানেলে শেষের মুখে রাজনন্দিনীর ধারাবাহিক!  কিন্তু শেষমেশ কী হবে? সেটাই দেখার।