নতুন বছরেই ধামাকা দিয়ে গল্পে বিরাট চমক নিয়ে আসতে চলেছে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। প্রথম থেকেই স্বস্তিকা দত্তের এই ধারাবাহিক দর্শকদের নজর কেড়েছে। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। এবার গল্পকে টানটান করতে নতুন চমক আসবে।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিদ্যার বোনের বিয়ে নিয়ে প্রস্তুতি তুঙ্গে। বোনকে নিজের হাতে সাজিয়ে দেয় নায়িকা। জানায়, বর এলে আগে শুভদৃষ্টি হবে, তারপর হবে সিঁদুরদান। বিদ্যা জানিয়ে দেয় সে এই বিয়েতে বিন্দুমাত্র খামতি রাখবে না। কোনও ত্রুটি হতে দেবে না। কিন্তু সে যা ভেবে রেখেছে সেটা কি আদৌ বাস্তবায়িত হবে? নাকি বর আসতেই গুলিয়ে যাবে সব হিসেব?
দেখা যায়, বিদ্যার বোনের সঙ্গে সে যে কলেজে পড়ায় তার অন্যতম মালিক এবং তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়া রাজরীতই হল বিদ্যার বোনের হবু বর। সে বিয়েতে এসেই সাফ জানিয়ে দেয় কোনও নিয়ম মানবে না। রাজরীতকে দেখে চমকে ওঠে বিদ্যা। প্রমাদ গোনে। কিন্তু ততক্ষণে নায়ক জানিয়ে দেয় শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক কিছুই হবে না। সোজা হবে সিঁদুরদান। বলে সিঁদুর লাগানো কুনকে নিয়ে এগিয়ে যায় বিদ্যার বোনের দিকে। কিন্তু তাকে সিঁদুর না পরিয়ে, পরিয়ে দেয় বিদ্যাকে। উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। বিদ্যা কান্নায় ভেঙে পড়ে এবং জিজ্ঞেস করে এটা সে কী করে বসল?
প্রসঙ্গত স্বস্তিকা দত্ত দীর্ঘ সময়ের পর প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরলেন। তিনি মাঝের সময়টা মূলত বড়পর্দা এবং ওয়েব মাধ্যমে কাজ করেছেন। যদিও তাঁর উত্থান ছোটপর্দা থেকেই। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এত বছর পর টেলিভিশনে ফিরেই রীতিমত তাক লাগাচ্ছেন স্বস্তিকা। তাঁদের এই ধারাবাহিক স্টার জলসার পর্দায় রাত সাড়ে আটটা থেকে দেখা যায়। রাজরীত এবং বিদ্যার বিয়ের এই বিশেষ পর্ব ২৯ ডিসেম্বর থেকে দেখানো শুরু হয়েছে, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
আগামীতে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ওরফে স্বস্তিকা দত্তকে দর্শক শীঘ্রই বড়পর্দায় দেখবেন। উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে সেখানে থাকবেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার এবং বনি সেনগুপ্ত।
