মাত্র সপ্তাহখানেক হয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র সফর শুরু হওয়ার। আর প্রথম থেকেই রীতিমত বাজিমাত করছে এই মেগা। প্রথম সপ্তাহ তো বটেই, দ্বিতীয় সপ্তাহেও টিআরপি তালিকায় একাধিক পুরনো ধারাবাহিককে ছাপিয়ে গিয়ে দুই নম্বরে নিজের জায়গা বানিয়েছে এবং তা ধরেও রেখেছে। এই গল্পে এবার আসতে চলেছে নতুন টুইস্ট।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে। আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাজরীত ফোনের মাধ্যমে বিদ্যা ব্যানার্জিকে নিজের মনের কথা জানাচ্ছে। এদিকে হৃদয় নায়িকার কাছে কেবলই হার্ট পাম্প করার একটা যন্ত্র মাত্র। ফলে বোর্ড অফ ডিরেক্টরের একজনের থেকে এই প্রস্তাব পেয়েও সে তা ফিরিয়ে দেয়। জানিয়ে দেয়, রাজরীতের ভালবাসার গল্পে সে নায়িকা হতে চায় না। এদিকে যে বিদ্যার ছড়ির বদলে প্রেমের আঘাতে রীতিমত ঘায়েল রাজরীত। অবশেষে কি সে তার ভালবাসা দিয়ে বিদ্যার কঠোর হৃদয় জিততে পারবে? বিদ্যা কি তাকে ভালবাসবে নাকি ফিরিয়েই দেবে? উত্তরটা সময়ই দেবে। তবে এই গল্প যে দর্শকদের মনে ধরেছে সেটা স্পষ্ট।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' হয়ে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত। তাঁর বিপরীতে রাজরীতের ভূমিকায় আছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তাঁরা জুটি বাঁধলেন। যদিও এই ধারাবাহিকের পাশাপাশি অভিনেত্রী বর্তমানে তাঁর আগামী ছবি 'ভানুপ্রিয়া ভাতের হোটেল' -এর প্রচারে ব্যস্ত। আর সেই কাজের ফাঁকেই সম্প্রতি পায়ে গুরুতর চোট পেয়েছেন নায়িকা। 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' প্রতিদিন স্টার জলসার পর্দায় রাত সাড়ে আটটা নাগাদ দেখা যায়।
নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'খুব ভাল এগোচ্ছে গল্প।' কারও মতে আবার, 'এতদিন পর স্বস্তিকাকে ছোটপর্দায় দেখে ভাল লাগছে।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র আগমনে, 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র স্লট বদলে দেওয়া হয়। সেই সময় বিষয়টা নিয়ে বিস্তর
