দীর্ঘ সময় পর ছোট পর্দায় ফিরেই রীতিমত ছক্কা হাঁকাচ্ছেন স্বস্তিকা দত্ত। অল্প দিনেই দর্শকদের থেকে বিপুল সাড়া পেয়েছে অভিনেত্রীর নতুন ধারাবাহিক 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। টিআরপি তালিকার দ্বিতীয় স্থানটি গত দুই সপ্তাহ ধরে রেখেছে এই মেগা। এবার গল্পকে আরও টানটান করতে আসছে নতুন চমক।
'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে শ্রবণকে ফোনে ভালবাসা নিয়ে পাঠ পড়াচ্ছে বিদ্যা। জানাচ্ছে, এসব অনুভূতি হৃদয় থেকে আসে না, বরং সবই হরমোনের খেলা। হৃদয়ে কেবল গরম রক্ত ছোটে। সেই সময় নায়িকার পাশেই দাঁড়িয়ে থাকে রাজরীত। ফোন রাখতেই সে জানায়, বাড়ির দেখা মেয়েকে নয়, বরং বিদ্যাকেই সে বিয়ে করবে। শুধু তাই নয়। নায়ক এদিন এও স্পষ্ট করে দেয়, বিদ্যা তাকে যত ফেরাবে, তার জেদ তত বাড়বে। আগেও তার থেকে প্রেম প্রস্তাব পেয়ে নাকচ করেছিল নায়িকা। এবার বিয়ের প্রস্তাব পেয়েও উত্তর একই দিল।
বিদ্যা ব্যানার্জি এদিন রাজরীতের বিয়ের প্রস্তাবের জবাবে জানিয়ে দেয়, সে যেন তার বাড়ির দেখা মেয়েকেই লক্ষ্মী ছেলের মতো বিয়ে করে। জবাবে নায়ক কেবল হাসি ফিরিয়ে দেয়। দু'জনের জীবন শেষ পর্যন্ত কীভাবে বাঁধা পড়ে সেটাই দেখার এখন!
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সম্প্রতি চরম কটাক্ষের মুখে পড়তে হয় 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'কে। এই ধারাবাহিকের একটি দৃশ্যে নলেজ বানান ভুল লেখা ছিল ব্ল্যাকবোর্ডে। আর সেটা মোটেই চোখ এড়ায়নি দর্শকদের। নেটপাড়ায় সেই দৃশ্যের স্ক্রিনশট নিয়ে শুরু হয় হাসাহাসি। কেবল সেটাই নয়, এই একই দৃশ্যে বিদ্যা ব্যানার্জিকে বলতে শোনা যায়, একই কলেজে থেকে পাশ করে ছাত্র ছাত্রীরা নাকি কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার আর কেউ স্কলার। সেই যুক্তিও মানতে পারেননি কেউ। সকলেরই প্রশ্ন ছিল এমন কোন কলেজ আছে যেখান থেকে পাশ করলে যে কোনও পেশাকে এভাবে বেছে নেওয়া যেতে পারে। ফলে সমাজমাধ্যমে চলতে থাকে ট্রোলের বন্যা। তবে সেগুলো চোখ এড়ায়নি নায়িকা না ধারাবাহিকের টিমের। স্বস্তিকা তাঁর ফেসবুক প্রোফাইল থেকে লাইভ এসে দর্শকদের কাছে এই ভুলের জন্য কান ধরে ক্ষমা চান। জানান এমন ভুল আর হবে না।
'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। এই ধারাবাহিক রোজ রাত সাড়ে আটটা থেকে দেখা যায়। স্বস্তিকা দত্তের বিপরীতে এখানে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তাঁরা জুটি বাঁধলেন পর্দায়।
