টিআরপি তালিকায় সেরা পাঁচে জায়গা পাকা করে নিয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। যবে থেকে শুরু হয়েছে, তবে থেকেই গল্পের দাপটে ম্যাজিক দেখাচ্ছে রীতিমত এই ধারাবাহিক। সদ্যই গল্পে দেখানো হয়েছে রাজরীত তার পরিবারের নির্বাচিত মেয়েকে নয়, বরং বিদ্যাকে সিঁদুর পরিয়েছে। কিন্তু বিয়ে হলেও কি বিদ্যার সঙ্গে সংসার করা হবে নায়কের? আদৌ কি শ্বশুর বাড়ি যাবে নায়িকা?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিদ্যা এখনও শক থেকে বেরোতে পারছে না। তার বোন, অর্থাৎ যার সঙ্গে আদতে রাজরীতের বিয়ে হওয়ার কথা ছিল সে ভেঙে পড়েছে। এমন সময় এই অন্যায়ের বিরোধিতা করে ওঠে বিদ্যা। জানায় রাজরীত চ্যাটার্জি নাকি উপন্যাস লিখে ফেলেছে। ভেবে নিয়েছে সে তার হাতের পুতুল। এরপরই রীতিমত গর্জে ওঠে বিদ্যা, জানায় যে না, সে মোটেই কারও হাতের পুতুল নয়। বরং তারও কিছু ইচ্ছে, অনিচ্ছা আছে। আর সেই ইচ্ছে, অনিচ্ছার কারণেই রাজরীত তাকে সিঁদুর পরালেও শ্বশুর বাড়ি যাবে না। সংসার করবে না। স্পষ্ট ভাষায় সকলের সামনে জানিয়ে দেয় সে যাবে না ওই বাড়িতে। কিছুতেই যাবে না। তার এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান সকলে। কিন্তু সেসবকে তোয়াক্কা না করে বিদ্যা দিয়াকে বলে তার লাগেজ ব্যাগ নিয়ে আসতে। যখন সকলে জানতে চান ব্যাগ নিয়ে কী করবে, তখন তার তুতো ভাই চেঁচিয়ে বলে ওঠে বিদ্যা নাটক করছে। কিন্তু ঠান্ডা গলায় নায়িকা জানায় যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু কোথায় যাবে, কী করবে বা রাজরীত তাকে আদৌ যেতে দেবে কিনা সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের গোড়া থেকেই দেখানো হচ্ছিল যে বিদ্যার এই নির্ভীক স্বভাবের জন্য তার প্রেমে পড়ে রাজরীত। সেই কথা জানায়ও, কিন্তু নায়িকা তা নাকচ করে। ঘটনাচক্রে বিদ্যার বোনের সঙ্গেই বিয়ে ঠিক হয় নায়কের। বিয়ে করতে এসে হবু স্ত্রী, বাড়ির দেখে রাখা মেয়ের বদলে বিদ্যার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় রাজরীত।
চলতি সপ্তাহে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' টিআরপি তালিকায় দুই নম্বরে ছিল 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের সঙ্গে। এই ধারাবাহিক দু'টির প্রাপ্ত নম্বর ৭.২। বহু বছর 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত। তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে দেখা যায়।
