সদ্যই শুরু হয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। এই ধারাবাহিকের হাত ধরে সম্প্রতি দীর্ঘ সময় পর ছোটপর্দায় ফিরেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জুটি বেঁধেছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মাত্র দুই সপ্তাহ হল এই ধারাবাহিক শুরু হয়েছে, আর প্রথম থেকেই টিআরপি তালিকায় রীতিমত খেল দেখাচ্ছে। সেরা ১০ তো বটেই, সোজা দ্বিতীয় স্থানে নিজের জায়গা দুই সপ্তাহই ধরে রাখল এই মেগা। কিন্তু হলে কী হবে? চরম কটাক্ষের মুখে পড়তে হলে স্বস্তিকার ধারাবাহিককে। কিন্তু কেন? 

প্রথমত, সম্প্রতি 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র যে ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ডে 'নলেজ' শব্দটি ইংরেজিতে লেখা। কিন্তু তাতে 'ডি' অক্ষরটি নেই। অর্থাৎ 'Knowlege' হয়ে রয়েছে। তাই দেখে হাসি থামছে না নেটপাড়ার। 

না না, কেবল এতটুকু নয়। আরও রয়েছে। এই দৃশ্যেই 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'কে বলতে শোনা যাচ্ছে, 'কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ রিসার্চ করবে...'। এই সংলাপে ভারী মজা পেয়েছেন দর্শকরা। তাঁদের প্রশ্ন কোন কলেজ থেকে পাস করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব একই সঙ্গে বেরোয়? আবার যেখানে বিদ্যা ব্যানার্জি পড়ায় বায়োলজি। 

নেটমাধ্যমে হাসি ঠাট্টার ধুম থাকছে না এই ধারাবাহিক নিয়ে। কেউ লিখেছেন, 'কোন কলেজ যেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিচার্সার সবাই একসঙ্গে বেরোয়? আমি একবার ভর্তি হতে চাই।' আরেকজন লেখেন, 'হ্যাঁ, সবই ঠিক আছে। শুধু প্রাথমিক জ্ঞানেই ভুল আছে। নলেজ বানানটা ঠিক করে লিখতে শেখান আগে।' এক ব্যক্তি লেখেন, 'গ্র্যাজুয়েশনের পর একই কলেজের ছাত্রছাত্রী কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ রিসার্চ করবে! ভাবা যায়! কলেজ থেকে পড়ার পরও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারা আমি!' আরেক নেটিজেনের বিদ্রুপ, 'বলছি এত পড়াশোনার ঠেলায় ব্ল্যাকবোর্ডে নলেজ থেকে ডি খসে knowlege হয়ে গেছে।' অন্য এক ব্যক্তি লেখেন, ''বলছি knowledge বানানটা ভুল তো, মেগা সিরিয়ালের মাত্রা 'জ্ঞান' নেই জানতাম, বানান-বিভ্রাটও হয় সেটা আজ জানলাম।'

প্রসঙ্গত, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। এটি রোজ রাত সাড়ে ৮টা থেকে দেখা যায়।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই দৃশ্যের ক্লিপিংটি সমাজমাধ্যমে দারুণ ভাইরাল হতেই লাইভে এসে ক্ষমা চাই স্বস্তিকা। স্বীকার করে নেন তাঁদের ভুল, জানান তার কারণ।