সংবাদ সংস্থা মুম্বই: ‘হেরা ফেরি’ মানেই হাসির ধামাকা, আর সেই হাসির কেন্দ্রে এক নাম— বাবুরাও গণপতরাও আপটে। পরেশ রাওয়ালের দুর্দান্ত অভিনয়ে এই চরিত্র একদিকে যেমন পপ-কালচার আইকন, তেমনই তিনিই গোটা সিরিজের প্রাণ। তাই যখন শোনা গেল ‘হেরা ফেরি ৩’-তে আর থাকছেন না পরেশ রাওয়াল, মন ভেঙে যায় অসংখ্য অনুরাগীর। কিন্তু সম্প্রতি এক অনুরাগীর আবেগঘন অনুরোধের জবাবে যা বললেন পরেশ, তাতেই আবার দানা বাঁধছে নতুন আলোচনা।
একজন ভক্ত পরেশ রাওয়ালের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “স্যার, একবার ভাবুন… হেরা ফেরি-তে ফিরে আসুন। আপনি তো এই ছবির আসল নায়ক।” এর উত্তরে প্যারেশ রাওয়ালের সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় জবাব, “না… হেরা ফেরি-তে তিনজন নায়ক ।”— অর্থাৎ, তিনি নিজে, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি।
এই উত্তরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু! কেউ বলছেন, “স্যার, ওই তিনজন মিলেও আপনি যা, তা হতে পারবেন না!” আরও একজন লেখেন, “বড় ভাই, আপনার এই মন্তব্য পড়ে আপনার প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেল।” তবে অনেকেই বলছেন, এটা কি কেবল প্রচার কৌশল? বাবুরাও কি সত্যিই ফিরে আসবেন না?
Sir please think ????????
— Ashish Singh (@Ashishjivats)
Once again to join HERA FERI movie ????
You are the hero of this movie ❤️Tweet by @Ashishjivats
তা কেন 'হেরা ফেরি ৩' থেকে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল? এই বর্ষীয়ান অভিনেতা যখন আনুষ্ঠানিকভাবে জানান যে তিনি আর 'হেরা ফেরি ৩'-এ থাকছেন না, তখন শোনা যায়—পরিচালকের সঙ্গে সৃষ্টিশীল মতভেদের জেরেই নাকি এই সিদ্ধান্ত। কিন্তু তিনি নিজেই পরে সেই জল্পনা উড়িয়ে দেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা অনেকের কাছেই বড় ধাক্কা হতে পারে। আমরাও তো একটা দুর্দান্ত কম্বিনেশন ছিলাম—আমি, অক্ষয়, সুনীল আর প্রিয়দর্শনজি। কিন্তু সত্যি বলতে কী, আমি এখন আর এই প্রকল্পের অংশ হওয়ার ইচ্ছে নেই। এটা আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আমি কখনও কোনও কিছু নিয়ে ‘চিরতরে না’ বলি না।”
পরিচালক প্রিয়দর্শন বলেন, “পরেশ রাওয়াল না জানিয়েই এই সিদ্ধান্ত নেন। চুক্তিপত্র সই হয়ে গিয়েছিল, এমনকি ছবির প্রমো পর্যন্ত শুট করা হয়ে গিয়েছিল।” তিনি আরও বলেন,“যখন পরেশ রাওয়াল ছবিটি ছাড়ার কথা বলেন, তখন অক্ষয় কুমারের চোখে জল এসে গিয়েছিল!” পরেশ রাওয়ালের এই আকস্মিক সিদ্ধান্তে হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার চটেছেন বলেই খবর। এক সাক্ষাৎকারে তাঁর আইনজীবী বলেছিলেন— “আমরা পরেশ রাওয়ালকে চিঠি পাঠিয়েছি। জানানো হয়েছে, তাঁর সিদ্ধান্তে বড়সড় আর্থিক ক্ষতি হয়েছে প্রযোজকের—চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা, টিম, সরঞ্জাম, লোকেশন, ট্রেলার শুট সব মিলিয়ে অনেক কিছুই এখন ঝুলে গেল।”
তাহলে কি এখনও আশা রয়েছে ‘হেরা ফেরি ৩’তে বাবুরাও রূপে পরেশ রাওয়ালের ফিরে আসার? পরেশ-ই তো বলছেন, "চিরতরে না বলি না আমি কিছুতেই...”
