নিজস্ব সংবাদদাতা: মাথায় কালো হ্যাট পরে বসে অনির্বাণ ভট্টাচার্য। তারপরই চোখ যায় ঠিক তাঁর পাশে দাঁড়িয়ে থাকা পরমব্রত চট্টোপাধ্যায়ের ডান হাতের বইটির দিকে। তাতে জ্বলজ্বল করছে 'ভোগ'। অবশেষে জল্পনার অবসান। পরমব্রতর পরিচালনায় দেখা যেতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যকে।
ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ আসছে পরমব্রত পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'ভোগ'। অভীক সরকারের লেখা কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। এই প্রথম পরমব্রতের পরিচালনায় থাকছেন অনির্বাণ। অতিপ্রাকৃত ঘরানায় এর আগে পরমব্রতর পরিচালনায় মুক্তি পেয়েছে 'পর্ণশবরীর শাপ' এবং সম্প্রতি মুক্তি পেয়েছে 'নিকষ ছায়া'। দুই সিরিজেই নীরেন ভাদুড়ির বাহাদুরি দেখেছেন দর্শক। সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে এই সিরিজ। ফের একই ঘরানায় নতুন কাজ শুরু করতে চলেছেন পরমব্রত।
এক জন একাকী মানুষের জীবনকে কেন্দ্রে রেখেই এগোবে কাহিনি। একটি কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে তার। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর দেবে সিরিজ।
পরমব্রতের সঙ্গে এই সিরিজের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী। সিরিজে অনির্বাণ ছাড়াও দেখা যেতে চলেছে রজতাভ দত্তকে। এই মুহূর্তে চলছে বাকি চরিত্রাভিনেতা নির্বাচন পর্ব। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হবে শুটিং।
