বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী। দেরি করে মঞ্চে আসায় তাঁকে জোর করে নামিয়ে দেওয়া হয় বলে খবর। অভিনেত্রীকে হেনস্তার অভিযোগে নাম উঠে আসছে তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর। জানা যাচ্ছে, বনগাঁ থানায় ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন মিমি।
রবিবার বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘে তাঁর একটি অনুষ্ঠান ছিল। সেখানে পৌঁছতে তাঁর ঘণ্টাখানেক দেরি হয়। এরপর তৈরি হয় মিমি মঞ্চে ওঠেন। বরাবরের মতোই প্রচুর দর্শক তাঁকে দেখতে, তাঁর সঙ্গে ছবি তুলতে উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানের মাঝে মিমিকে মঞ্চ থেকে কার্যত জোর করে নামিয়ে দেওয়া হয়।
সমাজমাধ্যমে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'আজ আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি, আমরা কথা বলছি সমাজের স্বাধীনতা ও সমান মর্যাদাকে নিয়ে। কিন্তু আজও মহিলা শিল্পীদের ক্ষেত্রে স্বাধীনতা ও অধিকার কেড়ে নেওয়া সহজ। আমি এত বছর ধরে আমার একটা ভাবমূর্তি তৈরি করেছি। কিন্তু এবার চুপ করে থাকা মানে শিল্পীদের হেনস্থাকে সমর্থন করা।'
মিমি আরও লেখেন, 'স্টেজের অধিকার নিয়ে কোনও আপোষ করতে পারব না। বিষয়টা এখন আইনি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই এখন এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না।'
ক্লাব কর্মকর্তা রাহুল বসু শোভন দাস এই বিষয়ে বলেন, "মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি ৷ তিনি এক ঘণ্টা দেরি করে রাত সাড়ে এগারোটার পর মঞ্চে ওঠেন ৷ প্রশাসনের দেওয়া টাইম এবং মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক বারোটায় অনুষ্ঠান বন্ধ করি ৷ ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওঁর অসম্মানিত মনে হতে পারে কিন্তু আমরা ওঁকে সসম্মানেই বিদায় দিয়েছি। উপরন্ত ক্লাবের মহিলারা মিমি চক্রবর্তীকে ফুল দিয়ে বরণ করতে গেলে তাঁর দেহরক্ষীরা ধাক্কা মারে। আমরা মিমিদেবীর সম্মানের দিকে তাকিয়ে সে অভিযোগ করিনি ৷ তাই ওঁর অভিযোগ ভিত্তিহীন।"
প্রসঙ্গত, কিছুদিন আগে এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছিলেন মিমি চক্রবর্তী। জানা গিয়েছে এই প্রাক্তন তৃণমূল সাংসদকে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ার জন্য হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মিমি চক্রবর্তীকে। মিমি চক্রবর্তী শুনানিতে যাবেন এবং সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন। মিমি চক্রবর্তী কসবা বিধানসভা এলাকার ভোটার। ফলে হয়তো তাঁকে সেখানেই হাজিরা দিতে হবে। বাকি সব নাগরিকদের মতোই তাঁকেও সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে উইন্ডোজের প্রযোজনায় 'ভানুপ্রিয়া ভুতের হোটেল'। এই হরর-কমেডি ছবির পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়। ছবিতে দুটি জুটিকে দর্শক দেখছেন। একদিকে রয়েছেন মিমি চক্রবর্তী ও সোহম মজুমদার ও অন্যদিকে রয়েছেন বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্ত। ছবি মুক্তির পরেই একের পর এক বিধ্বস্ত ঘটনায় চিন্তায় মিমির অনুরাগীরা।
