শীঘ্রই বড়পর্দায় আসছে মিমি চক্রবর্তীর নতুন ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। সেই ছবি মুক্তি পাওয়ার আগে ভূত থেকে প্রেম, সম্পর্ক থেকে সমাজমাধ্যম সব কিছু নিয়েই আজকাল ডট ইনের কাছে নিজের মতামত তুলে ধরলেন। সেখানেই অভিনেত্রী জানালেন আজকাল কোনও ঘটনা ঘটলে তাতে অভিনেতা, অভিনেত্রীরা প্রতিক্রিয়া জানালেও সমস্যা, না জানালেও সমস্যা। তাঁরা আদতেই 'সফট টার্গেট'। কিন্তু মহিলারা অর্থাৎ অভিনেত্রীরা কি একটু বেশিই আতস কাচের নিচে থাকেন?
এদিন কথা প্রসঙ্গে মিমি চক্রবর্তী জানান মানুষ 'বোকা মহিলা'দের পছন্দ করেন। যাঁদের নিজেদের বক্তব্য রয়েছে, স্বাবলম্বী তাঁদের নয়। এই বিষয়ে তিনি বলেন, "মানুষ ভীষণ স্বচ্ছন্দ্য বোধ করেন মহিলাদের বোকা দেখলে। আপনার যদি নিজের মতামত থাকে, তাহলে সেটা নিয়ে সমস্যা হয়। আমি সম্প্রতি একটা বই পড়ছিলাম, সেখানে বলা হয়েছে বিয়ের দ্বারা যদি মহিলারা উপকৃত হতো তাহলে সেটা বহুদিন আগেই বন্ধ হয়ে যেত।"
তবে তিনি এও স্পষ্ট করে দেন যে তিনি বিয়ের বিরোধিতা করছেন না বা কোনও বিতর্ক চাইছেন না। মিমির কথায়, "আমি বলছি না যে বিয়ে খারাপ। আমি নিজে বিয়েতে বিশ্বাসী। কিন্তু আমি এটা পড়েছি এক জায়গায়, তাই বললাম। একজন মহিলা লিখেছেন।" তাঁর মতে, 'একজন মহিলা যদি স্বাবলম্বী, স্বাধীন হন তাহলে তিনি তো সুখ, স্বাচ্ছন্দ্য খুঁজে নেওয়ার, মতামত রাখার অধিকারী।'
'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটি আগামী ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে সরস্বতী পুজো তথা নেতাজি জন্মজয়ন্তীর দিন। এই ছবিটির পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজনা করেছে। এখানে মিমি চক্রবর্তী ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম মজুমদার, স্বস্তিকা দত্ত এবং বনি সেনগুপ্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, প্রমুখকে। বক্স অফিসে এই ছবিটি মুখোমুখি হবে রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ও চন্দ্রাশিস রায় পরিচালিত 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি 'বিজয়নগরের হীরে'র সঙ্গে।