জিৎ-সুস্মিতা চট্টোপাধ্যায়ের নাকি দারুণ প্রেম? টলিউডে ফিসফাস, তাঁদের প্রেম শুরু ‘চেঙ্গিজ’ ছবির শুট থেকে। শুট শেষের দিন নিউমার্কেট চত্বরে তাঁরা অনেকটা সময় কাটিয়েছিলেন। তাও আবার ভোর রাতে! সেই রসায়ন নাকি আরও গাঢ় ‘মানুষ’ ছবির দৌলতে। এবার সুস্মিতাকে নিয়ে নায়ক থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন। সেখানে প্রকৃতির কোলে কয়েকটা দিন একান্তে সময় কাটান তাঁরা। তখনই নাকি নিজেকে সামলাতে পারেননি সুপারস্টার। জোর গলায় ঘোষণা করেছেন, ‘তুমি যে আমার’!




সেই সব মুহূর্তও ভাইরাল। হলুদ শিফন শাড়িতে সমুদ্রপাড়ে নায়িকা হলদে পাখি। জিত বেছে নিয়েছেন কালো শার্ট। তাতে সাদা ম্যাপল পাতা। সব মিলিয়ে চূড়ান্ত রোমান্টিক পরিবেশ। চূড়ান্ত রোমান্টিক তাঁরাও। সত্যিই প্রেম করছেন তাঁরা? সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল জিৎ প্রযোজনা সংস্থার সঙ্গে। টিম ‘মানুষ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোটাই উড়ো খবর। সবটাই ঘটেছে ছবির স্বার্থে। অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি তাঁরা প্রেমও করেছেন চুটিয়ে। সেই গান মুক্তি পেয়েছে মঙ্গলবার। সেখানেই স্যাভির সুরে জিত গানে গানে বলেছেন, ‘তুমি আমারই হবে’…। যা দেখে অন্যরা ভাবছেন, প্রেমে আছেন জিৎ-সুস্মিতা।



জিতের ছবি মানেই গানের বিশেষ ভূমিকা। বিনোদন ছবির অনেকটা অংশ জুড়ে থাকে গান। এই অলিখিত নিয়ম তাঁর প্রত্যক ছবিতেই। সেই রীতি মেনে এবারের ছবির সুরকার স্যাভি। মুক্তি পাওয়া গানটি গেয়েছেন শাশ্বত সিং। শাশ্বতর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ‘কেশরিয়া’ গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। পুরো গানজুড়ে রংমিলন্তি পোশাকে নায়ক-নায়িকা। সুস্মিতার লাল রঙের অফ শোল্ডার গাউনের সঙ্গে মিলে গিয়েছে জিতের লাল-সাদা শার্ট। নতুন গান সম্পর্কে জিতের দাবি, ‘রাবণ’-এর ‘রাধার মতো কলঙ্ক যে চাই’, ‘চেঙ্গিজ’-এর ‘রাগদা’ আইটেম গানের মতোই এও গানটিও সবাই শুনবেন। কারণ, প্রেমের গান সব সময়ে শ্রোতারা পছন্দ করেন। ছবিতে ভাগ্য, পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি বাবা-মেয়ের আবেগে মোড়া জীবনযাত্রা এই ছবির অন্যতম আকর্ষণ।