আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

‘নো এনট্রি ২’তে ১০ নায়িকার এন্ট্রি!
এই এক ছবি ঘিরে দুই ভাইয়ে তুলকালাম, মুখ দেখাদেখি বন্ধ। অনিল কাপুর নাকি কথাই বলছেন না বনি কাপুরের সঙ্গে। এদিকে ছবি ঘিরে ঘোষণা। অর্জুন কাপুর, দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধওয়ান নায়কের ভূমিকায়। বিপরীতে নাকি ১০ নায়িকা! তবে তাঁদের নাম এক্ষুণি জানাতে রাজি নন প্রযোজক।

করণে না?
করণ জোহরের সঙ্গে নাকি ছবি করছেন না সলমন খান! যে ছবির জন্য দিনরাত ঘাম ঝরিয়ে ফের টোনড হলেন। সেখানেই তিনি নেই, কেন? শোনা যাচ্ছে, ক্রমাগত ছবির তারিখ পিছিয়ে যাওয়ায় তিনি বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার ছবি আগে করার সিদ্ধান্ত নিয়েছে। এও খবর, প্রযোজকের কিছু সমস্যার কারণেই নাকি ‘বুল’ বিশ বাঁও জলে।

যশের বোন করিনা!
সবাই ভেবেছিলেন তিনি যশের নায়িকা হবেন। বাস্তবে দেখা যাচ্ছে, তিনি নাকি বোনের চরিত্রে অভিনয় করতে চলেছেন! ঠিক শুনছেন, করিনা কাপুর গীতু মোহনদাসের টক্সিক ছবিতে নায়কের বোনের চরিত্রে অভিনয় করবেন। কারণ, গল্পটি ভাই-বোনকে কেন্দ্র করে। কন্নড় এবং হিন্দি ভাষায় তৈরি ুল’ বিশ বাঁও জলে।