'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে ফের এক টানটান মোড় আসতে চলেছে। এতদিন বাবার খুনের বদলা নিচ্ছিল নিশা। এমনকী দিদির বুদ্ধি মেনেই ঋষিকে বিয়ে করেছিল উজি। ঘটনাক্রমে পরে তারা জানতে পারে ঋষির হাতেই খুন হয়েছে তাদের বিতান। এবার গল্পে ঘটবে উল্টোপুরাণ? স্ত্রী উজির আসল পরিচয় জেনে যাবে ঋষি?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের যেখানে দেখা যাচ্ছে, এক মুখোশ পরা ব্যক্তি একটি ঘরে রাখা ট্রলি ব্যাগ খুলছে। সেখান থেকে একটি ছবি পায় সে। সেই ছবিতে দু'জন ব্যক্তি এবং দু'জন মহিলাকে দেখা যাচ্ছে। তবে মহিলা দু'জনের মুখের কাছটা ছবিতে নষ্ট করা, ফলে তাদের মুখ দেখা যাচ্ছে না। এই ছবিটা নিয়ে এসে পুলিশ অফিসার ঋষিকে দেখান। জানতে চান তিনি ছবির দুই ব্যক্তিকে চিনতে পারছেন কিনা। জবাবে, ঋষি বলে, এটা তো হরিপ্রসাদ বাবু আর বিতান। তখন পুলিশ তাকে জানায় বিতান আসলে হরিপ্রসাদ বাবুর ছেলে, এবং এই হরিপ্রসাদও আর বেঁচে নেই।
এরপরই পুলিশ জানায়, হতে পারে ঋষি এবং তার পরিবারের উপর যে আঘাত হানা হচ্ছে তার নেপথ্যে হরিপ্রসাদ বাবুর দুই মেয়ে রয়েছে, যারা বর্তমানে নিখোঁজ। হয়তো বাবা এবং দাদার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই সমস্ত কাজ ঘটাচ্ছে তারা। এই কথা শুনে যেমন একদিকে ঋষি চমকে ওঠে, তেমনই অন্যদিকে আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে কাঁটা হয়ে যায় উজি। তার হাত থেকে পড়ে যায় চায়ের কাপ। এমন সময় নিশা এসে তাকে ধরে নেয়। তবে এবার কি ঋষি জেনে যাবে উজির আসল পরিচয়, জেনে যাবে বিতান ওর দাদা আর হরিপ্রসাদ বাবু বাবা? নতুন করে কি আবার ঘেঁটে যাবে উজি এবং ঋষির জীবন? নাকি নিশা চলবে নতুন কোনও চাল? উত্তর আগামীতে পর্বে পাওয়া যাবে।
'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সোম থেকে শুক্রবার দেখা যায়। এটি এই পাঁচ দিন রাত নয়টা থেকে সম্প্রচারিত হয়। তবে এই রুদ্ধশ্বাস দুই পর্ব আগামী ২১ এবং ২২ তারিখ দেখানো হবে। এই ধারাবাহিকে দুই বোনের ভূমিকায় দেখা যাচ্ছে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতিকে দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে ৫.৯ নম্বর পেয়ে টিআরপি তালিকায় 'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকের সঙ্গে যুগ্ম ভাবে নবম স্থানে আছে। যবে থেকে শুরু হয়েছে তবে থেকে সেরা ১০ এ নিজের জায়গা ধরে রেখেছে 'জোয়ার ভাঁটা'।
এই প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শক উচ্ছ্বাস প্রকাশ করেছে। জানিয়েছেন এবার গল্প জমে উঠেছে।
