একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এক সন্তান নীতি বাতিল করা হয়েছিল পরিস্থিতি বিচারে। কিন্তু তাতে কোনও লাভ হল না।
2
9
এক সন্তান নীতি বদলে, দুই সন্তান নীতি চাল্য হয় ২০১৬ সালে। ২০২১ সালে দম্পতিদের তিন সন্তান নেওয়ার কথাও বলা হয় সরকারের পক্ষ থেকে। বেশ কয়েকটি প্রদেশে চালু হয়েছে 'বেবি-বোনাস'ও।
3
9
১ জানুয়ারি, ২০২৫ তারিখে বা তার পরে জন্মগ্রহণকারী প্রতিটি সন্তানের জন্য বছরে প্রায় ৫০০ ডলার দেওয়া হয়, যতক্ষণ না তারা তিন বছর বয়সে পৌঁছায়। এই বছর থেকে, সরকার গর্ভনিরোধক ওষুধ এবং ডিভাইসের উপর ১৩ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করেছে।
4
9
কিন্তু তাতেও, কমছে জন্মহার। জন্মহার বাড়ার পরিবর্তে, চীনে এবারেও কমে গিয়েছে জন্মহার। তথ্য তেমনটাই।
5
9
একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমসূত্রে খবর, ২০২৫ সালে, চীনে টানা চতুর্থবার জন্মহার হ্রাস পেয়েছে রেকর্ডহারে। সোমবার প্রকাশিত হয়েছে সে দেশের সরকারি তথ্য।
6
9
তাতে দেখা গিয়েছে, ফের, ২০২৫ সালে কমে গিয়েছে চীনের জন্মহার। এই নিয়ে টানা চতুর্থবার জন্মহার হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, তথ্য, ১৯৮৯ সালের পর, এই প্রথম বিপুল হ্রাস জন্মহারে।
7
9
সোমবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা গিয়েছে, ২০২৫ সালের শেষে দেশটির জনসংখ্যা ৩৩ লক্ষ ৯০ হাজার কমে দাঁড়িয়েছে ১৪০ কোটিতে।
8
9
তথ্য, প্রতি ১ হাজার জনে চীনে জন্মহার কমে হয়েছে ৫ দশমিক ৬৩। মৃত্যুহার বেড়ে প্রতি ১ হাজার জনে দাঁড়িয়েছে ৮.০৪। ১৯৬৮ সালের পর থেকে এই মৃত্যুহার আবার সর্বোচ্চ বলে জানা গিয়েছে।
9
9
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য ক্রমশ কমতে থাকা কর্মীশক্তি এবং বয়স্ক জনসংখ্যা, বিষয়টিকে সে দেশের সরকার বড় হুমকি হিসেবেই দেখছে।