টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন নেহা


গায়িকা নেহা কক্করকে নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। সম্প্রতি সমাজমাধ্যমে নেহা ঘোষণা করেন যে তিনি সম্পর্ক, কাজ এবং সব ধরণের দায়িত্ব থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। তাঁর এই বার্তার পরেই অনুরাগীদের মনে আশঙ্কার মেঘ দানা বাঁধে—তবে কি স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে নেহার? ডিভোর্সের গুঞ্জনে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই মুখ খুললেন গায়িকা নিজেই। পুরো বিষয়টি পরিষ্কার করে নেহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাম্পত্য জীবনে কোনও অশান্তি নেই। বরং এই পুরো পরিস্থিতিকে তিনি 'তিল থেকে তাল' হিসেবে উল্লেখ করেছেন। নেহা বলেন, "দয়া করে আমার নিরপরাধ স্বামী আর পরিবারকে এই সবের মধ্যে টানবেন না। ওরা আমার দেখা সবচেয়ে পবিত্র মানুষ। আজ আমি যা কিছু, সবটাই ওদের সমর্থনের জন্য।" রোহনপ্রীতের সঙ্গে নেহার বিচ্ছেদের খবরটি যে সম্পূর্ণ ভিত্তিহীন, তা গায়িকার কথাতেই পরিষ্কার। তিনি জানান, ব্যক্তিগত কিছু কারণ এবং ক্ষোভ থেকেই তিনি আগের পোস্টগুলো করেছিলেন।


অগ্রিম টিকিট বিক্রিতেই ঝড় তুলল 'বর্ডার ২'


আবারও পর্দায় ফিরছে সেই পুরনো ম্যাজিক। সানি দেওলের অ্যাকশন আর দেশপ্রেমের আবেগে বুঁদ হতে চলেছে গোটা দেশ। মুক্তির আগেই কার্যত ঝড় তুলে দিল 'বর্ডার ২'। সোমবার সকালে ছবিটির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আড়াই কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে এর আয়। ট্রেড অ্যানালিস্টদের মতে, সানি দেওল অভিনীত এই ওয়ার-ড্রামাটি বক্স অফিসে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে চলেছে। সানির আগের ছবি ‘জাট’-এর মোট অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ডকেও এটি মাত্র এক দিনেই গুঁড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ের হিট ছবি ‘ধুরন্ধর’ এবং খোদ ‘গদর ২’-এর অ্যাডভান্স বুকিংয়ের গতিকেও টেক্কা দিচ্ছে এই সিনেমাটি। জানা যাচ্ছে, প্রথম দিনেই ছবিটির প্রায় ৭৩ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দেশের প্রায় ১১ হাজার শো-তে এই বুকিং চলছে। বর্তমানে বুক-মাই-শো অ্যাপে প্রতি ঘণ্টায় প্রায় ২ হাজার করে টিকিট বুক হচ্ছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে।


ফারাহর পরিচালনায় ফিরছেন শাহরুখ 

বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং পরিচালক ফারাহ খানের রসায়ন নতুন করে বলার কিছু নেই। 'ম্যায় হুঁ না', 'ওম শান্তি ওম' কিংবা 'হ্যাপি নিউ ইয়ার'—এই জুটি যখনই একসঙ্গে পর্দায় হাজির হয়েছে, বক্স অফিসে তৈরি হয়েছে নতুন ইতিহাস। তবে দীর্ঘ দিন ধরে এই জুটির নতুন কোনও ছবি না আসায় অনুরাগীদের মনে উত্তেজনার পারদ চড়ছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এক বিরাট ঘোষণা করলেন ফারাহ খান।এক সাক্ষাৎকারে ফারাহ খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তার পরবর্তী ছবির কাজ খুব শীঘ্রই শুরু করতে চলেছেন। তবে এখানে একটি শর্ত রয়েছে, যা শুনে অনুরাগীরা উচ্ছ্বসিত। ফারাহ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি যদি নতুন কোনও ছবি পরিচালনা করেন, তবে তা শুধুমাত্র শাহরুখ খানকে নিয়েই করবেন। ফারাহর কথায়, "পরবর্তী ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। তবে একটা বিষয় পরিষ্কার, শাহরুখ ছাড়া আমি এই সিনেমাটি করব না। যদি কোনও কারণে ও সময় দিতে না পারে, তবে আমি ওর জন্য অপেক্ষা করব। তবুও অন্য কাউকে নিয়ে এই প্রজেক্টের কথা ভাবছি না।"