ভরা মাঘে শীতের ঝাঁঝ আর নেই। হাড়কাঁপানো ঠান্ডার ইনিংসের সম্ভাবনাও নেই আগামী এক সপ্তাহে। জানুয়ারির শেষ লগ্নে বদলে গেল বাংলার আবহাওয়া। হালকা শীতের আমেজ জেলায় জেলায়।
2
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণীতে, ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
3
6
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়বে, আগেই ঘোষণা করেছিল আবহাওয়া দপ্তর। এদিন চড়া রোদে শীতের আমেজ আর টের পাওয়া যাচ্ছে না। কনকনে ঠান্ডার আমেজ পুরোপুরি গায়েব।
4
6
তবে পশ্চিমের জেলাগুলিতে ভোরে ও সন্ধ্যায় এখনও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
5
6
বছরের শুরুতে রেকর্ড ভাঙা ঠান্ডার ইনিংস ছিল বাংলায়। সরস্বতী পুজোর আগেই সেই আমেজ আর নেই। এবছর সরস্বতী পুজোতেও শীতের আমেজ টের পাওয়া যাবে না।
6
6
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রায় হেরফের হবে না। আজ, মঙ্গলবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।