থেকে থেকেই নজর লাগে? হওয়া কাজ শেষ মুহূর্তে আটকে যায়, বা অন্য কোনও বিপদ দেখে মনে হচ্ছে যে কেউ কালা জাদু করেছে আপনার উপর? তাহলে সেগুলোর প্রভাব কাটাতে এবং একই সঙ্গে যাতে আগামীতে আপনার উপর কালা জাদু বা কুনজরের প্রভাব না পড়ে কী করণীয় জেনে নিন। ছবি- এআই দ্বারা নির্মিত
2
9
কীভাবে নজর কাটাবেন সেটা জানার আগে জেনে নিন নজর লেগেছে কিনা বুঝবেন কীভাবে? শরীর খারাপ, পেট খারাপ হয়। গোটা পরিবারের উপর নজর লাগলে বাড়ি থেকে অশান্তি যায় না। ঝগড়া, ঝামেলা লেগেই থাকে। ব্যবসার উপর নজর পড়ল লাভ হয় না, বরং লোকসান বাড়তে থাকে। চাকরির ক্ষেত্রে হয় চাকরির জায়গা টলমল হয়ে যায়। একের পর এক সমস্যায় পড়তে হয়। ছবি- এআই দ্বারা নির্মিত
3
9
সর্ষের তেল নিন একটি মাটির প্রদীপে। এবার এটিকে জ্বালিয়ে বাড়ির সবার মাথার উপর সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে বের করে পুড়ে যেতে দিন পুরোটা। ছবি- এআই দ্বারা নির্মিত
4
9
এছাড়াও কর্পূর, শুকনো লঙ্কা, নুন, লবঙ্গ পেঁয়াজের খোসা এবং ফিটকিরি মিলিয়ে বাড়ির মূল দরজার সামনে সাতবার ঘুরিয়ে বাইরে ফেলে দিন। ছবি- এআই দ্বারা নির্মিত
5
9
এছাড়া শনি বা মঙ্গলবার দেখে সাতটি শুকনো লঙ্কা, অল্প সন্ধক লবণ এবং একটু সর্ষে দানা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার মতো সাতবার ঘোরান। এরপর এটিকে বাড়ির বাইরে জ্বালিয়ে দিন। অন্তত ৩ দিন পালন করুন এই টোটকা। ছবি- এআই দ্বারা নির্মিত
6
9
একটা লেবু নিন, এবার এটিকে মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে চার টুকরো করে বাড়ির চার কোণে রেখে দিন। ছবি- এআই দ্বারা নির্মিত
7
9
প্রতি বুধবার সাত রকমের শস্য দান করুন। এতেও লাভ হয়। নয়মুখী রুদ্র ধারণ করতে পারেন। এছাড়া ভৈরব মন্দির থেকে কালো সুতো এনে কবজি বা গলায় পরুন। ছবি- এআই দ্বারা নির্মিত
8
9
বাড়ির মূল দরজার উপর পঞ্চমুখী হনুমানের মূর্তি বা ছবি লাগান। এতে নেতিবাচক উর্জা বাড়িতে প্রবেশ করতে পারে না। খারাপ নজর থেকে বাঁচায়। ছবি- এআই দ্বারা নির্মিত
9
9
এই উপায় করলে নজর লাগার দোষ কেটে যায়। নেতিবাচক উর্জা দূর হয়। ইতিবাচকতা ফিরে আসে। ছবি- এআই দ্বারা নির্মিত