সংবাদ সংস্থা মুম্বই: এক নেটিজেনের উপর ক্ষেপে গিয়ে তাঁকে 'আরশোলা' বলে উঠলেন জাভেদ আখতার। কেন ওই ব্যক্তির উপর প্রকাশ্যে মেজাজ হারালেন তিনি? তাহলে শুরু থেকেই শুরু করা যাক। 

 

আরও একবার বিরাট কোহলি। আরও একবার চেজমাস্টারের কামাল। ব্যাক টু ব্যাক ম্যাচের সেরা। শতরান না পেলেও অস্ট্রেলিয়া বধের মূল কারিগর তিনিই। পাকিস্তানের পর অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতা নিয়ে কত না সমালোচনা হয়েছিল। যোগ্য জবাব দিলেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রমাণ করে দিল, কোহলি রয়েছেন কোহলিতেই। 'কিং কোহলি'র উচ্ছ্বসিত প্রশংসা করে সমাজমাধ্যমে পোস্ট করেন জাভেদ আখতার। নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেন, “আরও একবার বিরাট কোহলি প্রমাণিত করলেন তিনি বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সবথেকে শক্তিশালী স্তম্ভ!!! কুর্নিশ!!”

 

 

?ref_src=twsrc%5Etfw">March 5, 2025

 

বর্ষীয়ান গীতিকারের এই টুইট দেখার পরেই এক নেটিজেন সেই টুইটের বার্তা বাক্সে গিয়ে কটাক্ষ করে লেখেন, “আচ্ছা আপনি যে বিরাটকে শক্তিশালী স্তম্ভ বললেন তাহলে কি রোহিত শর্মা সবথেকে ভারী স্তম্ভ? ছি ছি, জাভেদ সাহেব আপনি রোহিত শর্মাকে ঘুরিয়ে মোটা বললেন। আপনার লজ্জা হওয়া উচিত!” বিষয়টি চোখে পড়তেই রেগে আগুন হয়ে যান ‘শোলে’, ‘ডন’ ছবির অন্যতম এই গল্পকার।  

 

?ref_src=twsrc%5Etfw">March 5, 2025

 

ওই ট্রোলারকে পাল্টা জবাবে তিনি লেখেন, “তুই একটা আরশোলা! একদম চুপ কর। রোহিত শর্মা সহ ভারতীয় ক্রিকেটের প্রত্যেক খেলোয়াড়কে আমি সম্মান করি। তুই কতটা নীচ মনের মানুষ আর কত বড় মিথ্যুক হলে এই দাবি করতে পারিস যে রোহিত শর্মার মতো বিরাট পর্যায়ের এক খেলোয়াড়কে আমি এই কুকথা বলেছি? আচ্ছা, তুই নিজের ব্যাপারে কখনও ভেবে দেখেছিস যে কেন তুই এরকম একটা নোংরা এবং ইতর?”