নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'জগদ্বাত্রী'র টিআরপি মাঝে একটু কমে এলেও এখন নিজের জায়গা ফিরে পেয়েছে। প্রায় ৩ বছর ধরে চলা এই মেগার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি দর্শকমহলে। কিছুদিন আগে ধারাবাহিকে এসেছে লিপ। কয়েক বছর এগিয়ে গিয়েছে এই মেগা। 

 


বড় হয়ে গিয়েছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। অন্যদিকে, পরিবারের শিক্ষায় বড় হয়ে উঠেছে কৌশিকী মুখার্জির মেয়ে কাঁকনও। 'কাঁকন'-এর বড়বেলার চরিত্রে দর্শক দেখছেন প্রিয়ান্তিকা মুখোপাধ্যায়কে। প্রিয়ান্তিকা টলিপাড়ার পরিচিত মুখ। এর আগেও তাঁকে দর্শক বিভিন্ন ধারাবাহিকে দেখেছেন। 


এই মুহূর্তে গল্পে কাঁকনের বিয়ের পর্ব চলছে। অন্যদিকে, বাস্তবেও বিয়ের প্রস্তুতি শুরু করলেন প্রিয়ান্তিকা। বাগদান সারলেন প্রেমিকের সঙ্গে। বাগদানের ছবি নিজেই সমাজমাধ্যমে ভাগ করেন প্রিয়ান্তিকা। অনস্ক্রিন ও অফস্ক্রিন যেন মিলেমিশে গেল তাঁর ক্ষেত্রে। 


সমাজমাধ্যমে বাগদানের ছবি ভাগ করে প্রিয়ান্তিকা লেখেন, "বোধহয় এই প্রথমবার কোনওকিছুতে এত তাড়াতাড়ি 'হ্যাঁ' বললাম।" তাঁর এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

 

প্রসঙ্গত, টিআরপির বিচারে বেশ ভালই ফল করছে 'জগদ্ধাত্রী'। নতুন মেগা আসলেও তাদের সঙ্গে জোর টক্কর দিচ্ছে মুখার্জি পরিবার। যদিও একসময়ের 'বাংলা সেরা' ধারাবাহিক এখন প্রথম স্থান পায় না। তবে প্রথম পাঁচে বরাবরই নিজের জায়গা পাকা করে এই মেগা।