নিজস্ব সংবাদদাতা: মৈনাক ভৌমিকের পরিচালনায় প্রথমবার জুটিতে ঋতাভরী চক্রবর্তী ও ঈশান মজুমদার। ছবির নাম 'বাৎসরিক'। গল্পে শতাব্দী রায় এবং ঋতাভরী চক্রবর্তীর ননদ-বউদির সম্পর্ক। শতাব্দীর ভাইয়ের চরিত্রে ঈশান। গল্পে ঋতাভরীর স্বামী সে।
এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের নতুন ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছবি হতে চলেছে গা ছমছমে ভয়ের। অর্থাৎ সহজ কথায় পারিবারিক ভূতের ছবি!
ছবির গল্পে ঋতাভরীর স্বামীর মৃত্যুর পর থেকেই বাড়িতে অতিপ্রাকৃত সব ঘটনা ঘটতে থাকে। সেই বাড়িটিকে 'অপয়া' তকমা দিয়ে ছেড়ে দিতে চায় সবাই। ছবির গল্প অনুসারে, ঋতাভরী চক্রবর্তী অভিনীত চরিত্রটি স্বামীকে হারিয়েছে, আর শতাব্দী অভিনীত চরিত্রটি তাঁর ভাইকে। স্বামীর মৃত্যুর পর একা হয়ে যাওয়া স্ত্রী এবং তার ননদ ভাবছে, তাদের বাড়িটি তারা রাখবে না বিক্রি করে দেবে? কারণ, একজনের মৃত্যু বাড়িটিতে যেন কালো ছায়া ফেলে দিয়েছে। এমন অবস্থায় ননদ ও ভাইয়ের বউয়ের সম্পর্কের সমীকরণ গল্পের মূল বিষয় হয়ে উঠবে। ৬ জুন বড়পর্দায় মিলবে ভৌতিক কাণ্ডের হিসাব।
প্রসঙ্গত, ছবিতে ঈশানের স্ক্রিন টাইম বেশি না হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু ছবির পোস্টার হোক বা প্রচারে তেমনভাবে দেখা যায়নি তাঁকে। যদিও এ নিয়ে আক্ষেপ নেই অভিনেতার। বরং প্রিমিয়ারে যাবেন বলেও ঠিক করেছেন তিনি। কিন্তু কেন দেখা যাচ্ছে না ঈশানকে? যেহেতু গল্পে রয়েছে প্রচুর ধোঁয়াশা, তাই এখনই গল্পের খাতিরে এ নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তিনি।
