ফুলেরা গ্রামের অকৃত্তিম টান, মাটির গন্ধ আর সুচারু হাস্যরস যাঁদের মন কেড়েছে, তাঁদের জন্য সুখবর। পঞ্চায়েত সিজ়ন ৫ নিয়ে শোনা গেল জোর গুঞ্জন। সব ইঙ্গিত বলছে, বহু প্রতীক্ষিত এই সিরিজ়ের পরের অধ্যায় ২০২৬-এর মাঝামাঝি নাগাদ দর্শকের সামনে ফিরতে পারে।
চতুর্থ সিজনের বিপুল সাফল্যের পর থেকেই উত্তেজনা তুঙ্গে। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব-সহ গোটা ফুলেরা টিমকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। গ্রামবাংলার সহজ জীবন আর সূক্ষ্ম রাজনীতির মেলবন্ধনে তৈরি এই সিরিজ় যে আলাদা জায়গা করে নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
অন্য অনেক ওয়েব সিরিজ যেখানে দ্রুত সিজ়ন বদলের দৌড়ে থাকে, সেখানে পঞ্চায়েত বরাবরই ধীরস্থির। এই সিরিজ সময় নিয়ে আসে, যাতে দর্শক গল্পটা শুধু দেখেই শেষ না করেন, বরং তার সঙ্গে বাঁচতে পারেন। ২০২০ সালের ৩ এপ্রিল শুরু হয়েছিল পঞ্চায়েত যাত্রা। দ্বিতীয় সিজন আসে ২০২২ সালের ১৮ মে। তৃতীয় সিজ়ন মুক্তি পায় ২০২৪ সালের ২৮ মে। আর অপেক্ষার ব্যবধান আরও কমিয়ে চতুর্থ সিজ়ন হাজির হয় ২০২৫ সালের ২৪ জুন। মুক্তির পরেই ভিউয়ারশিপে একের পর এক রেকর্ড ভেঙে দেয় সিরিজটি ভারত তো বটেই, আন্তর্জাতিক স্তরেও।
এই ধাপে ধাপে মুক্তিই দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে। এর আগে প্রাইম ভিডিও ইন্ডিয়ার ডিরেক্টর ও হেড অফ কনটেন্ট লাইসেন্সিং মণীশ মেঙ্গানি জানিয়েছিলেন, মুক্তির প্রথম সপ্তাহেই ১৮০টিরও বেশি দেশে বিপুল সাড়া ফেলেছিল পঞ্চায়েত।
সিরিজের সঙ্গে নির্মাতাদের আবেগের কথাও বারবার উঠে এসেছে। দ্য ভাইরাল ফিভার-এর প্রেসিডেন্ট বিজয় কোশি এক সাক্ষাৎকারে বলেছিলেন, পঞ্চায়েত তাঁদের কাছে “ভীষণই স্পেশ্যাল” কারণ এই সিরিজ় গ্রামীণ জীবনের সরলতা আর আবেগের গভীরতাকেই তুলে ধরে।
এর মধ্যেই নতুন জল্পনায় ঘি ঢেলেছেন রিঙ্কির চরিত্রে অভিনয় করা সানভিকা। তিনি স্পষ্ট জানিয়েছেন, পঞ্চায়েত সিজন ৫ নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁর কথায়, “লেখালিখি শুরু হয়েছে। আশা করছি, এ বছরের শেষের দিকে বা আগামী বছরের কোনও এক সময়ে শুটিং শুরু হবে। সব ঠিকঠাক চললে মে বা জুন ২০২৬ নাগাদ সিজন ৫ দর্শকের সামনে আসতে পারে।”
চতুর্থ সিজনের শেষটা ছিল বেশ নাটকীয়। ফুলেরার রাজনীতিতে বড়সড় বদল। মঞ্জু দেবীকে হারিয়ে প্রধানের আসনে বসেন ক্রান্তি দেবী। এই রাজনৈতিক পালাবদলই পঞ্চম সিজ়নের মূল চালিকাশক্তি হতে চলেছে বলে মনে করছেন অনেকে। নতুন ক্ষমতার সমীকরণ, গোপন দ্বন্দ্ব আর চেনা ঢঙের সূক্ষ্ম হাস্যরস সব মিলিয়ে গল্প যে আরও জমজমাট হবে, তা বলাই যায়। গ্রামের রাজনীতির পাশাপাশি সচিবজির ব্যক্তিগত টানাপোড়েনও নতুন দিক নেবে বলে ইঙ্গিত মিলছে। ছোট ছোট বাস্তব মুহূর্তের মধ্যে দিয়েই এগোবে চরিত্রগুলোর ভিতরের লড়াই যেটা পঞ্চায়েত-এর আসল শক্তি।আর সব কিছুর ঊর্ধ্বে, ফুলেরা গ্রামটাই এই সিরিজের প্রাণ। তার অদ্ভুত মানুষজন, নীরব সংঘাত, আর ছোট ছোট আনন্দ এই জায়গাতেই বারবার ফিরে আসতে চান দর্শকরা।
তাহলে পঞ্চম সিজনে কী অপেক্ষা করছে? সম্ভবত আরও বিস্তৃত হবে এই চেনা জগৎ। বদলাবে কিছু সমীকরণ, কিন্তু অটুট থাকবে উষ্ণতা, সহজতা আর আত্মিক টান যার জন্য পঞ্চায়েত শুধুই একটি সিরিজ নয়, বরং দর্শকের নিজের গল্প হয়ে উঠেছে।
