আর মাত্র দু’দিনের অপেক্ষা! আসছে হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’—১৪ই আগস্ট, স্বাধীনতা দিবসের আগের দিনেই সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে ছবিটি। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন পরিচালক অয়ন মুখার্জি। হৃতিকের সঙ্গে প্রথমবার এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন দক্ষিণী তারকা এন.টি. রামা রাও জুনিয়র এবং কিয়ারা আদবানি।

যশ রাজ সবসময়েই তাদের সংস্থার ছবির গল্প আর টুইস্টের গোপনীয়তা নিয়ে মাত্রাতিরিক্ত সতর্ক থাকে। কেন? না যাতে কোনও রকম পাইরেসি বা সেই থ্রিল লিক না হয়, সেই জন্যই ছবির স্পয়লার একেবারে কুলুপ এঁটে করে রাখা হয়। স্পাই ইউনিভার্সের ফ্যানরা জানেন—এই সিনেমার ছবির শেষে ক্রেডিট রোল মিস মানেই সিনেমার অভিজ্ঞতার অর্ধেকটাই হাতছাড়া!

ঠিক সেরকমই, ‘ওয়ার ২’-এর এন্ড ক্রেডিটে লুকিয়ে আছে দুই বিশাল চমক! যা আগামী কয়েক বছরের স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায় কীভাবে গড়ে উঠবে, তার ইঙ্গিত দিয়ে দেবে। এক ইন্ডাস্ট্রি ইনসাইডারের দাবি—

“প্রতিটি ছবির সঙ্গে যশ রাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্স আরও বড় হচ্ছে। ওয়ার ২-এর এন্ড ক্রেডিটে এই ইউনিভার্সের আরও দু’টি বিশাল ছবির প্লট পয়েন্ট উন্মোচিত হবে, যা গোটা স্পাইভার্সের ভবিষ্যৎ পাল্টে দেবে। এই মুহূর্তে এগুলো গোপন রাখা হচ্ছে, কিন্তু যাঁরা জানেন, তাঁরা বলছেন—ওই মুহূর্তগুলো দর্শকের মাথা ঘুরিয়ে দেবে!”

শুধু তাই নয়, সংস্থার অন্দরের সূত্রের আরও সংযোজন— “শুধু ‘ওয়ার ২’ নয়, এর এন্ড ক্রেডিটও দেখা বাধ্যতামূলক! ভারতীয় মার্ভেল বলা হয় যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্সকে। শোনা যাচ্ছে, এই দুই চমক আমাদের দেখিয়ে দেবে আদিত্য চোপড়া পরবর্তী কোন ছবিগুলো ভাবছেন। গুঞ্জন চলছে—নতুন চরিত্র ঢুকবে কি না, না কি পুরনো স্পাই আইকনরা ফিরবেন, অথবা নতুন কোনও ছবির ঘোষণা হবে—সব রহস্য উন্মোচন হবে মুক্তির দিনেই।”

প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত ‘ওয়ার ২’ মুক্তি পাবে হিন্দি, তেলুগু ও তামিল ভাষায়, বিশ্বব্যাপী। ফ্যানদের উত্তেজনা এখন তুঙ্গে—আর মাত্র দু'রাতের অপেক্ষা, তারপরই শুরু হবে নতুন অধ্যায়!

এইমুহূর্তে ‘ওয়ার ২’ বনাম রজনীকান্তের ‘কুলি’—এই দুই হেভিওয়েটের সংঘর্ষ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে স্যাকনিল্ক -এর রিপোর্ট বলছে, হিন্দি বলয়ে এখনই বাজি ধরে বসেছে দর্শকরা হৃতিক–জুনিয়র এনটিআর জুটির দিকেই।

শোনা যাচ্ছে, হিন্দি ভার্সনের জন্য সারা দেশে প্রায় ৯০% সিঙ্গল স্ক্রিন ইতিমধ্যেই দখল করেছে যশরাজ ফিল্মস। ফলে তুলনায় অনেকটাই কম স্ক্রিন পাচ্ছে ‘কুলি’। শুধু তাই নয়, মাল্টিপ্লেক্সেও ‘ওয়ার ২’ পাবে প্রায় ৮০–৮৫% শো, তাও আবার আইম্যাক্স, ডলবি সিনেমার মতো প্রিমিয়াম ফরম্যাটে—মানে দর্শকদের জন্য চোখধাঁধানো ভিজ্যুয়াল অভিজ্ঞতার নিশ্চয়তা। ওয়ার এর হিন্দি ভার্সন গোটা দেশজুড়ে ছড়িয়ে থাকা ৫০০০ স্ক্রিনে মুক্তি পাবে!  

দক্ষিণের রাজ্যগুলো—অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক আর পুদুচেরিতেও হিন্দি ছবির মুক্তি সীমিত হলেও, সেখানেও ‘ওয়ার ২’-এর উপস্থিতি নিশ্চিত করেছে ডিস্ট্রিবিউশন টিম। সব মিলিয়ে মুক্তির আগে থেকেই স্ক্রিন দখলে বাজিমাত করেছে এই অ্যাকশন-থ্রিলার।