'রহস্যের গন্ধ পাচ্ছেন? ব্যোমকেশ ফিরছে, নতুন ছন্দে, নতুন রহস্য নিয়ে'। বছরের প্রথমদিনে এল বড় ঘোষণা। ২০২৬-এ 'ব্যোমকেশ বক্সী' হয়ে ফিরছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। পরিচালনায় অরিত্র সেন। ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমস-এ আসছে 'ব্যোমকেশ বক্সী' সিরিজ। প্রায় ১২ বছর আগে টেলিভিশনের পর্দায় 'ব্যোমকেশ' হয়ে ধরা দিয়েছিলেন গৌরব। প্রায় এক যুগ পেরিয়ে এবার ওটিটির পর্দায় এই চরিত্রকে ফুটিয়ে তুলবেন তিনি।

 


১ জানুয়ারি মুক্তি পেল এই সিরিজের মোশন পোস্টার। শহরের রাস্তায় মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে 'ব্যোমকেশ' রূপে ধরা দিলেন গৌরব। চেনা চরিত্রে এত বছর পর ফেরা, আজকাল ডট ইন-কে গৌরব জানান, তাঁর কাছে এটা চ্যালেঞ্জিং! অভিনেতার কথায়, "এত বছর পর ব্যোমকেশের চরিত্রে ফেরাটা আমার সাহসের পরিচয় বলা যেতে পারে। মাঝে এতজন এই চরিত্রে অভিনয় করেছেন। তারপর আমায় গ্রহণ করবেন কিনা দর্শক, সেই নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু অরিত্র এত সুন্দর করে ব্রিফ করল যে রাজি হলাম।"

গৌরব আরও বলেন, "আসলে এই চরিত্রটা আমার খুব কাছের। যে সময় টেলিভিশনে ব্যোমকেশ করতাম তখন বয়সটা অনেক কম ছিল। এখন আমার বয়সের সঙ্গে এই চরিত্রটা বেশ মানানসই বলে মনে হল। তাই নতুন বছরে নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে চলেছি।"

 

সূত্রের খবর, টেলিভিশনের পর্দায় দর্শক গৌরবের বিপরীতে দেখেছিলেন ঋদ্ধিমা ঘোষকে। তবে এবার 'সত্যবতী'র চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী শ্রুতি দাসকে। অন্যদিকে, 'অজিত'-এর ভূমিকায় থাকবেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। এখন চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ। চলতি বছরেই শুটিং শুরু হবে এই সিরিজের। জানা যাচ্ছে, বছরের মাঝামাঝি সময়ে আড্ডা টাইমসে মুক্তি পাবে গৌরবের 'ব্যোমকেশ'। 

 


প্রসঙ্গত, এর আগে দর্শক 'ব্যোমকেশ'-এর চরিত্রে দেখেছেন দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে। বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় বিভিন্নভাবে দর্শক অভিনেতাদের দেখেছেন 'ব্যোমকেশ' হয়ে রহস্য সমাধান করতে। টেলিভিশনের পর্দায় যখন গৌরবকে এই চরিত্রে দেখতেন দর্শক, তখন দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। এমনকী গৌরব ও ঋদ্ধিমার জুটিকেও ভালবাসায় ভরিয়েছিলেন অনুরাগীরা। টেলিভিশনের পর যদিও রেডিওতে 'ব্যোমকেশ'-এর চরিত্রকে ফুটিয়েছিলেন গৌরব। আর এবার ওটিটির পর্দায় নতুনভাবে নিজেকে তুলে ধরতে প্রস্তুত তিনি।