সংবাদ সংস্থা মুম্বই: কামব্যাক করছেন দীপিকা পাড়ুকোন! ‘কল্কি ২৮৯৮ এ.ডি’-র পর এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার মেগা-প্রজেক্ট ‘স্পিরিট’-এ দেখা যেতে পারে দীপিকাকে। আর এই ছবির জন্যই নায়িকা নাকি নিচ্ছেন কেরিয়ারের সবচেয়ে বড় পারিশ্রমিক—একেবারে ২০ কোটি টাকা!

 

তবে এখানেই টুইস্ট—এই পারিশ্রমিক স্বামী রণবীর সিংয়ের বাজারদরকেও ছাপিয়ে গেছে, এমনটাই দাবি সূত্রের! অর্থাৎ সিনেমা যেমনই হোক, 'ঘরের খেলোয়াড়' হাল্কা চাপে পড়তেই পারেন! দীপিকা প্রথমে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ? তখন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ২০২৪-এর শেষে, আর সেই সময়টায় তাঁর প্রেগন্যান্সি টাইমলাইনের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছিল শুটিংয়ের শিডিউল। তাই সে যাত্রায় ‘না’ বলতে বাধ্য হন দীপিকা।

 

কিন্তু এরপরেই পরিচালক ভাঙ্গা তাঁর শুটিং ক্যালেন্ডার রিশিডিউল করেন ও দীপিকার সঙ্গে ফের যোগাযোগ করেন। এবার সব মিলে গেল, তাই দীপিকাও নাকি বলে দেন 'হ্যাঁ'! সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবিই হতে পারে তাঁর মা হওয়ার পর প্রথম পর্দায় উপস্থিতি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে নায়ক হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। 'কল্কি'র পর এই দু’জনে আবার স্ক্রিন শেয়ার করলে, প্যান-ইন্ডিয়া হাইপ তো গ্যারান্টি,এমনটাই আশা নির্মাতাদের। তবে মজা এখানেই শেষ নয়—গত বছর শোনা গিয়েছিল, স্পিরিট -এ খলনায়ক চরিত্রে নাকি থাকবেন সইফ আলি খান ও করিনা কাপুর খান! মানে 'দীপবীর বনাম সইফিনা'! 

 

তবে হ্যাঁ, আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। সব কিছুই এখনও নির্মাতাদের ঘরের খবর—কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে দেরি না করে যদি দীপিকা সত্যিই এই ছবিতে হাজির হন, তাহলে স্পিরিট মুক্তির আগেই ইন্ডাস্ট্রিতে আগ্রহ তুঙ্গে উঠবে।