নিজস্ব সংবাদদাতা: শাড়ির আঁচল বিতর্কে নেটিজেনরা ভাগ হয়েছিলেন দু'দলে। একপক্ষ সমর্থন করেছিলেন মমতা শঙ্করকে। আর অন্যদিকে আরও এক পক্ষ ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের সমর্থনে। কিন্তু এই ঘটনায় দুই অভিনেত্রীর মধ্যে কী তৈরি হয়েছিল মনোমালিন্য?
কিছুদিন আগে বিদেশের মাটিতে ফের সাক্ষাৎ হয়েছিল মমতা শঙ্কর এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের।
নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-র ডাকে একজোট হয়েছিলেন টলিপাড়ার তারকারা। সেখানেই মুখোমুখি দুই অভিনেত্রী। বিতর্ক, কটাক্ষের পর ঠিক কেমন সম্পর্ক বজায় রয়েছে স্বস্তিকার সঙ্গে? আজকাল ডট ইন-কে মমতা শঙ্কর জানান, স্বস্তিকাকে তিনি ছোট থেকে চেনেন। এখনও তাঁর চোখে স্বস্তিকা ছেলেমানুষ। তাই ওঁর কথায় কিছু মনে করেননি তিনি।
তিনি বলেন, "একটা বিষয়ে আমি আমার মতামত ব্যক্ত করেছিলাম। স্বস্তিকা নিজের মন্তব্য প্রকাশ করেছে। এটা প্রত্যেকের ব্যক্তিগত চিন্তাধারার বিষয়। তাই এখানে খারাপলাগার জায়গা নেই। তবে আমি আমার কথায় এখনও অপরিবর্তিত থাকব।"
এনএবিসির সাক্ষাতে স্বস্তিকার সঙ্গে কথাও বলেন অভিনেত্রী। তাঁর কথায়, "অনুষ্ঠানে স্বস্তিকাকে দেখে বললাম, কীরে আমায় আদর করবি না? বলা মাত্রই জড়িয়ে ধরল। আমি টিপ পড়তে ভুলে গিয়েছিলাম বলে নিজের ঘরে গিয়ে আমার জন্য টিপ নিয়ে আসে। দু'জন পাশাপাশি ঘরে ছিলাম। মনোমালিন্যের লেশমাত্র ছিলনা।"
আগামিদিনে স্বস্তিকার সঙ্গে কাজ করারও ইচ্ছে প্রকাশ করলেন মমতা শঙ্কর। যদিও এই বিষয়ে স্বস্তিকার সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে এই মুহূর্তে ফোনে তিনি অধরা।
কিছুদিন আগে বিদেশের মাটিতে ফের সাক্ষাৎ হয়েছিল মমতা শঙ্কর এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের।
নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-র ডাকে একজোট হয়েছিলেন টলিপাড়ার তারকারা। সেখানেই মুখোমুখি দুই অভিনেত্রী। বিতর্ক, কটাক্ষের পর ঠিক কেমন সম্পর্ক বজায় রয়েছে স্বস্তিকার সঙ্গে? আজকাল ডট ইন-কে মমতা শঙ্কর জানান, স্বস্তিকাকে তিনি ছোট থেকে চেনেন। এখনও তাঁর চোখে স্বস্তিকা ছেলেমানুষ। তাই ওঁর কথায় কিছু মনে করেননি তিনি।
তিনি বলেন, "একটা বিষয়ে আমি আমার মতামত ব্যক্ত করেছিলাম। স্বস্তিকা নিজের মন্তব্য প্রকাশ করেছে। এটা প্রত্যেকের ব্যক্তিগত চিন্তাধারার বিষয়। তাই এখানে খারাপলাগার জায়গা নেই। তবে আমি আমার কথায় এখনও অপরিবর্তিত থাকব।"
এনএবিসির সাক্ষাতে স্বস্তিকার সঙ্গে কথাও বলেন অভিনেত্রী। তাঁর কথায়, "অনুষ্ঠানে স্বস্তিকাকে দেখে বললাম, কীরে আমায় আদর করবি না? বলা মাত্রই জড়িয়ে ধরল। আমি টিপ পড়তে ভুলে গিয়েছিলাম বলে নিজের ঘরে গিয়ে আমার জন্য টিপ নিয়ে আসে। দু'জন পাশাপাশি ঘরে ছিলাম। মনোমালিন্যের লেশমাত্র ছিলনা।"
আগামিদিনে স্বস্তিকার সঙ্গে কাজ করারও ইচ্ছে প্রকাশ করলেন মমতা শঙ্কর। যদিও এই বিষয়ে স্বস্তিকার সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে এই মুহূর্তে ফোনে তিনি অধরা।
