কিছুদিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা জিতু কামাল। 'চিরদিনই তুমি যে আমার'-এর আর্যকে অনেকদিন ধরেই পর্দায় দেখেননি দর্শক মহল। তবে খবর ছিল, সুস্থ হতেই জিতু আবারও ফিরছেন ধারাবাহিকে। কিন্তু তার আগেই বিরাট খবর এই মেগাকে ঘিরে। এবার নাকি তড়িঘড়ি ইতি টানছে এই ধারাবাহিক! 

 


হুট করেই শেষের পথে এগোচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'। টলিউডের অন্দরে এমনই খবর রটেছে। গুঞ্জন, পর্দার 'অপু' ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নাকি জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে ঘোর আপত্তি জানিয়েছেন। এমনই আর্য-অপর্ণার বিয়ে নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। এর মধ্যে ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন মনে করছেন প্রযোজনা সংস্থা। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে রোমান্টিক দৃশ্যে 'না' দিতিপ্রিয়ার! সেই কারণে কল টাইমের থেকে বহু সময় পরে ফ্লোরে ঢুকতেন তিনি। প্রায়ই শুটিং নিয়ে আপত্তিও জানাতেন। 

 

 

তাই নাকি অপমানিত বোধ করেছেন জিতু। কার্যত আবারও বিপাকে এই ধারাবাহিকের শুটিং। আর্য-অপর্ণা যেমন গল্পে এক হতে পারছে না, ঠিক তেমনই বাস্তবেও এই মেগার উপর থেকে ফাঁড়া কাটছে না। এর আগেও সমাজমাধ্যমে জিতুকে নিয়ে সরব হয়েছিলেন দিতিপ্রিয়া। অভিযোগ এনেছিলেন, অশালীন মন্তব্যের! তবে চুপ থাকেননি জিতুও। তিনিও পাল্টা পোস্টের মাধ্যমে নিজের দিকটা সাফ জানিয়েছিলেন। এরপর প্রযোজনা সংস্থা এসভিএফ-এর মধ্যস্থতায় দু'জনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়। 

 


আবারও একসঙ্গে কাজ করেন তাঁরা। কয়েকদিন আগে দিতিপ্রিয়া অসুস্থতার জন্য নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন জিতু। এমনকী জিতুর অসুস্থতার সময়ও সহ-অভিনেতার সুস্থতা কামনা করে পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া। কিন্তু এর মাঝেই হঠাৎই কী এমন ঘটল আবার নায়ক-নায়িকার মাঝে? 

 


আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল দিতিপ্রিয়ার সঙ্গে। তবে এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে ধারাবাহিকের অন্দরের খবর, এই বিষয়ে আবারও মধ্যস্থতা করছে প্রযোজনা সংস্থা। তবে এক্ষেত্রে ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।