আজকাল ওয়েবডেস্ক: আজ ১৪ নভেম্বর। বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে শিশু দিবস। সেই উদযাপনে অংশ নিল টলিউড। সকাল থেকেই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করলেন অর্পিতা চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও সন্দীপ্তা সেন। কেউ মনে করলেন শিশুবেলার কথা, কেউ জাগিয়ে তুললেন নিজের ভিতরের শিশুকে, তো কেউ নিজের শিশুকেই শেখালেন ভাল থাকার পাঠ।
অর্পিতা চট্টোপাধ্যায়
ফ্রক পরে দাঁড়িয়ে এক কন্যে। গালে হাত, মুখে দুষ্টু মিষ্টি হাসি। অন্য একটি ছবিতে লেহেঙ্গা পরে তিনি। মাথায় ছোট দুটি ফুল। হাত জোর করে বসে নাচের ভঙ্গিতে। ছোটবেলার এই ছবিগুলো পোস্ট করেই শিশু দিবসের উদযাপন সারলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। হ্যাশট্যাগে লিখলেন "মুড"- এভাবেই শিশুদিবসে স্মৃতিচারণায় মাতলেন অর্পিতা।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
পর্দার "পরিণীতা", বাস্তবেও জীবন উপভোগ করছেন আনন্দের সঙ্গে। পরিচালক রাজ চক্রবর্তীর তাঁকে আবিষ্কার করেছেন সম্পূর্ণ নতুন রূপে। স্বামী হিসেবেও অসাধারণ রাজ। সেকথা অনেকবার স্বীকার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শিশু দিবসে পুত্র ইউভানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "এই সারল্য আজীবন লালন করো মনে। এই পৃথিবীর সবচেয়ে দামী জিনিসটি হল তোমার হাসি। প্রত্যেকটা মুহূর্তে বাঁচো, প্রত্যেকটা স্মৃতিকে আগলে রেখো"। অভিনেত্রী দ্বিতীয়বার অন্তঃস্বত্তা এই মুহূর্তে।
সন্দীপ্তা সেন
সাদা নীলের প্রিন্টেড জাম্পস্যুটে খেলনা ঘোড়ায় চড়েছেন সন্দীপ্তা সেন। মুখের হাসি তাঁর শিশুসুলভ। এভাবেই নিজের ভিতরের শিশুটিকে লালন করতে হয়-- ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে যেন এই বার্তায় দিতে চেয়েছেন অভিনেত্রী। সামনেই তাঁর বিয়ে। আনন্দে থাকাই, হল হ্যাপি লাইফের রেসিপি। সে কথা আরও একবার তিনি প্রমাণ করলেন শিশু দিবসে।
অর্পিতা চট্টোপাধ্যায়
ফ্রক পরে দাঁড়িয়ে এক কন্যে। গালে হাত, মুখে দুষ্টু মিষ্টি হাসি। অন্য একটি ছবিতে লেহেঙ্গা পরে তিনি। মাথায় ছোট দুটি ফুল। হাত জোর করে বসে নাচের ভঙ্গিতে। ছোটবেলার এই ছবিগুলো পোস্ট করেই শিশু দিবসের উদযাপন সারলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। হ্যাশট্যাগে লিখলেন "মুড"- এভাবেই শিশুদিবসে স্মৃতিচারণায় মাতলেন অর্পিতা।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
পর্দার "পরিণীতা", বাস্তবেও জীবন উপভোগ করছেন আনন্দের সঙ্গে। পরিচালক রাজ চক্রবর্তীর তাঁকে আবিষ্কার করেছেন সম্পূর্ণ নতুন রূপে। স্বামী হিসেবেও অসাধারণ রাজ। সেকথা অনেকবার স্বীকার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শিশু দিবসে পুত্র ইউভানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "এই সারল্য আজীবন লালন করো মনে। এই পৃথিবীর সবচেয়ে দামী জিনিসটি হল তোমার হাসি। প্রত্যেকটা মুহূর্তে বাঁচো, প্রত্যেকটা স্মৃতিকে আগলে রেখো"। অভিনেত্রী দ্বিতীয়বার অন্তঃস্বত্তা এই মুহূর্তে।
সন্দীপ্তা সেন
সাদা নীলের প্রিন্টেড জাম্পস্যুটে খেলনা ঘোড়ায় চড়েছেন সন্দীপ্তা সেন। মুখের হাসি তাঁর শিশুসুলভ। এভাবেই নিজের ভিতরের শিশুটিকে লালন করতে হয়-- ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে যেন এই বার্তায় দিতে চেয়েছেন অভিনেত্রী। সামনেই তাঁর বিয়ে। আনন্দে থাকাই, হল হ্যাপি লাইফের রেসিপি। সে কথা আরও একবার তিনি প্রমাণ করলেন শিশু দিবসে।
