আজকাল ওয়েবডেস্ক: এ যেন এতদিন বোমা-বারুদ আর বেআইনি আগ্নেয়াস্ত্রের উপর ঘুমিয়েছিল মুর্শিদাবাদ জেলা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে  সম্প্রতি মুর্শিদাবাদ পুলিশ জেলার তরফ থেকে একটি বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছে। নিজেদের নাম-পরিচয় গোপন রেখে কেউ ওই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে বেআইনিভাবে মজুত করা বোমা এবং বিস্ফোরকের খবর দিলে পুলিশের তরফ থেকে তাকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে। 

ওই ফোন নম্বর চালু হওয়ার পর গত কয়েকদিনে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে প্রায় ছ'শোর কাছাকাছি বোমা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। আর এবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের ডোমকল এবং বেলডাঙা থানার পুলিশ। 

জেলা পুলিশের আধিকারিক জানান, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশের একটি দল জালালপুর-ডাঙ্গাপাড়া গ্রামে কাজল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ চারটি ছোট আগ্নেয়াস্ত্র, একটি লম্বা মাস্কেট এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। 
মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার (লালবাগ) রাসপ্রীত সিং বলেন,' প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কাজল শেখ নামে ওই ব্যক্তি গত বেশ কিছুদিন ধরে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র এবং গুলি বিক্রি করছিল। সম্প্রতি সে নতুন করে নিজের বাড়িতে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি মজুত করে রেখেছিল। সেগুলোও বিক্রি করার উদ্দেশ্য ছিল।'

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কাজল শেখ নামে ওই ব্যক্তি ঝাড়খন্ড এবং বিহারের বিভিন্ন জায়গায়  চুল বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত। চুল বিক্রি করার সময় তার সঙ্গে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরি এবং বিক্রির কাজের সঙ্গে জড়িত কিছু লোকের পরিচয় হয়েছিল। রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসায় কাজল ভিন রাজ্য থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এনে নিজের বাড়িতে গোপনে লুকিয়ে রেখেছিল। তার উদ্দেশ্য ছিল সময় সুযোগ মতো সেই আগ্নেয়াস্ত্র এবং গুলি স্থানীয় দুষ্কৃতীদেরকে চড়া দামে বিক্রি করা। ঘটনার জেরে ধৃত ব্যক্তির ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে রবিবার তাকে আদালতে পেশ করা হচ্ছে। 

অন্যদিকে দু'টি পৃথক ঘটনায় ডোমকল থানার পুলিশ  শাহবাজপুর এবং আমিনাবাদ-বটতলাপাড়া এলাকায় দুই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে  দু'টি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করল। 

ডোমকল থানার এক আধিকারিক জানান , "শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমরা আমিনাবাদ-বটতলাপাড়া এলাকায় ওহাব শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাই। তার বাড়ি থেকে একটি লম্বা এক নলা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ডোমকল থানার পুলিশের অন্য একটি দল প্রায় একই সময়ে শাহবাজপুর গ্রামে তহিদুল মন্ডল নামে অপর এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা একটি পয়েন্ট থ্রি জিরো থ্রি বোরের রাইফেল উদ্ধার করে।"

মুর্শিদাবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, "বোমা এবং বিস্ফোরক উদ্ধারের জন্য যে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন এবং মেসেজ পাচ্ছি। বহু ব্যক্তি বোমার  সঙ্গে বেআইনি আগ্নেয়াস্ত্রের খবর আমাদেরকে দিচ্ছেন।"
মুর্শিদাবাদ পুলিশ জেলা তরফ থেকে ইতিমধ্যেই জেলার সমস্ত থানা এলাকায় 'হিস্ট্রি সিটার'দের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের  উপর  ইতিমধ্যেই নজরদারিও শুরু হয়েছে। 
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় বিশেষ ওই নম্বরে প্রাপ্ত খবরের ভিত্তিতে রানীনগর থানা এলাকায় ১২ টি এবং খড়গ্রাম থানা এলাকায় আটটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।  বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে 'বোম ডিসপোজাল স্কোয়াড'কে খবর দেওয়া হয়েছে।