সংবাদ সংস্থা মুম্বই: বলিউড ছেড়ে দিয়েছেন, মুম্বই থেকে সরে গিয়েছেন অনুরাগ কাশ্যপ—কিছুদিন আগেই এমন খবরে তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি। তবে এবার সেই বিভ্রান্তি দূর করতে নিজেই মুখ খুললেন অনুরাগ। সোশ্যাল মিডিয়ায় নিজস্ব ছন্দে ফের বিস্ফোরক তিনি।  পোস্টে জানিয়ে দিলেন—সিনেমা ছাড়েননি, বরং শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত এখন তিনি!

 

এক্স-এ (টুইটার) অনুরাগ লিখেছেন, “আমি শহর ছেড়েছি ঠিকই, কিন্তু ছবি বানানো নয়। যারা ভাবছেন আমি হতাশ হয়ে সব ছেড়ে দিয়েছি, তাদের জন্য বলি—আমি এখানেই আছি এবং শাহরুখ খানের থেকেও ব্যস্ত (আমায় তো বেশি কাজ করতেই হয়, ওঁর মতো টাকা তো পাই না)। ২০২৮ পর্যন্ত আমার ডেট ফ্রি নেই।”তিনি আরও যোগ করেন—“এই বছর আমার পাঁচটা পরিচালিত কাজ মুক্তি পাওয়ার কথা... অথবা হয়তো তিনটে এই বছর মুক্তি পাবে বাকি দু’টো আগামী বছরের শুরুতে।  প্রতিদিন তিনটে অফার ফিরিয়ে দিই। কাজেই, যাঁরা আমার নামে গুজব রটাচ্ছেন, তাঁদের বলব—নিজের কাজ নিয়ে ভাবুন!”

 

?ref_src=twsrc%5Etfw">April 17, 2025

 

পোস্টটি নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল রকমারি— “ভাই, তোমার কাছ থেকে ভাল সিনেমা চাই, শুধু কাজে ফোকাস করো।” কেউ বা লিখেছেন, “আপনাকে প্রমাণ করার কিছু নেই, স্যার।” অন্য একজনের মন্তব্য, “ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দারুণ কাজ করছেন আপনি, বিশেষ করে ‘মহারাজা’ সিনেমাগুলোতে।”

 

প্রসঙ্গত, গত মাসে এক সাক্ষাৎকারে অনুরাগ বলেছিলেন, তিনি মুম্বই ছেড়ে বেঙ্গালুরুতে চলে গিয়েছেন। বলিউডকে আখ্যা দিয়েছিলেন “টক্সিক” হিসেবে। তাঁর কথায়— “এই ইন্ডাস্ট্রিতে সবাই এখন কোটি কোটি টাকার লক্ষ্যে দৌড়চ্ছে, ৫০০–৮০০ কোটির সিনেমা বানাতে চায়। সৃজনশীলতা হারিয়ে গেছে। তাই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন থেকে দূরে থাকতে চাই।”

 

এদিকে, পরিচালক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও ব্যস্ত অনুরাগ। শিগগিরই তাঁকে দেখা যাবে ‘ডাকোয়েত – এক প্রেম কথা’ ছবিতে, যেখানে তিনি এক পুলিশ অফিসারের চরিত্রে। শেনিল দেও-র পরিচালনায় এই ছবিতে রয়েছেন মৃণাল ঠাকুর ও আদিভি শেশ। হিন্দি ও তেলুগু—দু’টি ভাষাতেই তৈরি হচ্ছে এই ছবি, বর্তমানে চলছে হায়দরাবাদে শুটিং।

তবে একথা স্পষ্ট—মুম্বই ছেড়েছেন ঠিকই, কিন্তু সিনেমার মঞ্চে অনুরাগ কাশ্যপ এখনও পুরোদমে আলোয়!